বদলে যাচ্ছে উইন্ডোজ ১১-এর ডিজাইন, কেমন হবে স্টার্ট মেনু
মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনুতে বড় ধরনের পরিবর্তন আনছে। সম্প্রতি সংস্থাটি একটি চওড়া, স্ক্রলযোগ্য স্টার্ট মেনু পরীক্ষা করছে, যেখানে দেখা যাবে উইন্ডোজ ফোনের মতো সাইডবার। নতুন এই ডিজাইন গত বছর চালু হওয়া ‘ক্যাটাগরি’ ভিউর ধারাবাহিকতা বলেই মনে করা হচ্ছে।