নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্প্রচার আয়োজন করা হবে।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে।’
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা, স্যামসাংসহ ৫০টি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী।’
তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ।’
বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় তিন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো-বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্প্রচার আয়োজন করা হবে।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে।’
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা, স্যামসাংসহ ৫০টি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী।’
তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ।’
বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় তিন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো-বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৬ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে