আইফোন ১৮ মডেলের এ২০ চিপে অ্যাপল প্রথমবারের মতো টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে বিশ্বখ্যাত সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কু। এর ফলে আগামী বছরের আইফোন ১৮ মডেলগুলোতে চিপ আর্কিটেকচারের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ২ ন্যানোমিটার প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী চিপ হিসেবে পরিচিত।
২ ন্যানোমিটার চিপ প্রযুক্তি হলো চিপ তৈরির সবচেয়ে আধুনিক ও উন্নত প্রক্রিয়া, যেখানে প্রতিটি ট্রানজিস্টরের আকার মাত্র ২ ন্যানোমিটার। ন্যানোমিটার হলো একধরনের দৈর্ঘ্য পরিমাপের একক, যা খুবই ছোট। এক ন্যানোমিটার ১০^-৯ মিটার। এত ছোট আকারের ট্রানজিস্টর তৈরি করতে অত্যন্ত উন্নত প্রযুক্তি ও গবেষণা প্রয়োজন।
এই বছর বাজারে আসবে আইফোন ১৭ মডেলগুলো। যেগুলোর মধ্যে ব্যবহৃত হবে টিএসএমসির তৃতীয় প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রযুক্তি—এস ৩ পি। নতুন প্রজন্মের চিপ আর্কিটেকচার সাধারণত পারফরম্যান্স ও শক্তির দক্ষতার উন্নতি নিয়ে আসে। তবে সবচেয়ে বড় উন্নতি সাধারণত নতুন প্রসেস নোডে লক্ষ করা যায়।
২০২৩ সালে এ১৭ প্রো ও এম৩ চিপের মাধ্যমে ৩ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার শুরু করে অ্যাপল। আগামী বছর ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি একটি নতুন তিন বছরের চিপ সাইকেল শুরু করবে, যা সাধারণত অ্যাপলের চিপ উন্নয়ন পদ্ধতি। টিএসএমসি জানিয়েছে, ২ ন্যানোমিটার চিপের মাধ্যমে প্রায় ১৫ শতাংশ পারফরম্যান্স উন্নতি হবে, যখন বিদ্যুৎ খরচ থাকবে আগের মতোই।
কু আরও জানান, ৩ মাস আগে টিসএমসির পরীক্ষামূলক উৎপাদনে এই প্রযুক্তি ৬০-৭০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছিল, আর বর্তমানে আরও বেশি উন্নত হয়েছে।
তবে ২০২৬ সালে ম্যাকবুকে যে এম৬ চিপ ব্যবহার করা হবে, তাতে ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, তা স্পষ্ট নয়। তবে আশা করা হচ্ছে, পরবর্তী প্রজন্মের চিপগুলোতে এই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে।
বর্তমান ও প্রত্যাশিত চিপগুলোর সারসংক্ষেপ
এ১৭ প্রো চিপ: ৩ ন্যানোমিটার (টিএসএমসির প্রথম প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস এন৩বি)
এ১৮ ও এ১৮ প্রো চিপ: ৩ ন্যানোমিটার (টিএসএমসির দ্বিতীয় প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস এন৩ই)
এ১৯ ও এ১৯ প্রো চিপ: ৩ ন্যানোমিটার (টিএসএমসির তৃতীয় প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস এন৩পি)
এ২০ ও এ২০ প্রো চিপ: ২ ন্যানোমিটার (টিএসএমসির প্রথম প্রজন্মের ২ ন্যানোমিটার প্রসেস এন২)
তথ্যসূত্র: ম্যাকরিউমার ও নাইনটুফাইভম্যাক
আইফোন ১৮ মডেলের এ২০ চিপে অ্যাপল প্রথমবারের মতো টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে বিশ্বখ্যাত সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কু। এর ফলে আগামী বছরের আইফোন ১৮ মডেলগুলোতে চিপ আর্কিটেকচারের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ২ ন্যানোমিটার প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী চিপ হিসেবে পরিচিত।
২ ন্যানোমিটার চিপ প্রযুক্তি হলো চিপ তৈরির সবচেয়ে আধুনিক ও উন্নত প্রক্রিয়া, যেখানে প্রতিটি ট্রানজিস্টরের আকার মাত্র ২ ন্যানোমিটার। ন্যানোমিটার হলো একধরনের দৈর্ঘ্য পরিমাপের একক, যা খুবই ছোট। এক ন্যানোমিটার ১০^-৯ মিটার। এত ছোট আকারের ট্রানজিস্টর তৈরি করতে অত্যন্ত উন্নত প্রযুক্তি ও গবেষণা প্রয়োজন।
এই বছর বাজারে আসবে আইফোন ১৭ মডেলগুলো। যেগুলোর মধ্যে ব্যবহৃত হবে টিএসএমসির তৃতীয় প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রযুক্তি—এস ৩ পি। নতুন প্রজন্মের চিপ আর্কিটেকচার সাধারণত পারফরম্যান্স ও শক্তির দক্ষতার উন্নতি নিয়ে আসে। তবে সবচেয়ে বড় উন্নতি সাধারণত নতুন প্রসেস নোডে লক্ষ করা যায়।
২০২৩ সালে এ১৭ প্রো ও এম৩ চিপের মাধ্যমে ৩ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার শুরু করে অ্যাপল। আগামী বছর ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি একটি নতুন তিন বছরের চিপ সাইকেল শুরু করবে, যা সাধারণত অ্যাপলের চিপ উন্নয়ন পদ্ধতি। টিএসএমসি জানিয়েছে, ২ ন্যানোমিটার চিপের মাধ্যমে প্রায় ১৫ শতাংশ পারফরম্যান্স উন্নতি হবে, যখন বিদ্যুৎ খরচ থাকবে আগের মতোই।
কু আরও জানান, ৩ মাস আগে টিসএমসির পরীক্ষামূলক উৎপাদনে এই প্রযুক্তি ৬০-৭০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছিল, আর বর্তমানে আরও বেশি উন্নত হয়েছে।
তবে ২০২৬ সালে ম্যাকবুকে যে এম৬ চিপ ব্যবহার করা হবে, তাতে ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, তা স্পষ্ট নয়। তবে আশা করা হচ্ছে, পরবর্তী প্রজন্মের চিপগুলোতে এই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে।
বর্তমান ও প্রত্যাশিত চিপগুলোর সারসংক্ষেপ
এ১৭ প্রো চিপ: ৩ ন্যানোমিটার (টিএসএমসির প্রথম প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস এন৩বি)
এ১৮ ও এ১৮ প্রো চিপ: ৩ ন্যানোমিটার (টিএসএমসির দ্বিতীয় প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস এন৩ই)
এ১৯ ও এ১৯ প্রো চিপ: ৩ ন্যানোমিটার (টিএসএমসির তৃতীয় প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস এন৩পি)
এ২০ ও এ২০ প্রো চিপ: ২ ন্যানোমিটার (টিএসএমসির প্রথম প্রজন্মের ২ ন্যানোমিটার প্রসেস এন২)
তথ্যসূত্র: ম্যাকরিউমার ও নাইনটুফাইভম্যাক
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৬ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
৯ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১১ ঘণ্টা আগে