Ajker Patrika

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪: ৫৫
পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারকারীদের সামনে আসবে বলে জানিয়েছে টিকটক। ছবি: দ্য নিউজ ক্রনিকাল
পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারকারীদের সামনে আসবে বলে জানিয়েছে টিকটক। ছবি: দ্য নিউজ ক্রনিকাল

মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।

গত বুধবার (১৬ এপ্রিল) এক ব্লগ পোস্টে নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় টিকটক। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা যোগ করতে পারবেন, যাতে বিষয়বস্তু আরও ভালোভাবে বোঝা যায়। টিকটকের ভাষায়, এটি তাদের বিদ্যমান তথ্য যাচাইকরণ কার্যক্রম ও কনটেন্ট লেবেলের মতো উদ্যোগগুলোকে সমর্থন দেবে।

টিকটকের মতে, ফুটনোটস ফিচারটি ভিন্ন মতাবলম্বী ব্যবহারকারীদের মধ্যে ঐকমত্য খুঁজতে সাহায্য করবে। ব্যবহারকারীরা একটি পোস্টের নিচে টীকার মতো নোট যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীরা তা কতটা সহায়ক—তা মূল্যায়ন করবেন। নোটটি নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর কাছে ‘সহায়ক’ হিসেবে বিবেচিত হলেই তা অন্যদের সামনে আসবে। এরপর আরও ব্যবহারকারী সেটির উপযোগিতা নিয়ে মত দিতে পারবেন।

টিকটকের মতে, জটিল বৈজ্ঞানিক বিষয়, বিভ্রান্তিকর পরিসংখ্যান বা চলমান ঘটনাবলির ভিডিওতে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য তথ্য যুক্ত করতে ফিচারটি বিশেষভাবে উপকারে আসবে।

টিকটকের ব্যবহারকারীরা কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে পারবেন। তবে কনট্রিবিউটর হওয়ার শর্ত হলো—অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে এবং টিকটকে অন্তত ছয় মাস ধরে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীর বিরুদ্ধে টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে তিনি এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আগামী মাসগুলোতে পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারকারীদের সামনে আসবে বলে জানিয়েছে টিকটক।

মিথ্যা তথ্য ও ভুয়া খবর ছড়ানোর অভিযোগে অতীতেও সমালোচিত হয়েছে টিকটক। বিশেষ করে স্বাস্থ্য ও নির্বাচনসংক্রান্ত বিষয়বস্তুতে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ ছিল বিশেষজ্ঞদের। নতুন এই ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণে এসব ভুল তথ্য প্রতিরোধে একধাপ এগোতে চায়।

বর্তমানে টিকটক ১৩০টি বাজারে, ৬০টিরও বেশি ভাষায় এবং ২০টিরও বেশি স্বীকৃত তথ্য যাচাইকারী সংস্থার সঙ্গে কাজ করছে। তাদের দাবি, ফুটনোটস ফিচারটি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

তবে এই ‘ফুটনোটস’ ফিচারের আগমনে পুরোনো ফিচারগুলো বন্ধ করছে না টিকটক। সার্চ ব্যানার, ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম, কনটেন্ট লেবেলসহ প্রচলিত ব্যবস্থাগুলো সক্রিয় থাকবে আগের মতোই। এসব ফিচারের সঙ্গে ‘ফুটনোটস’ যুক্ত হলে টিকটক আরও বেশি তথ্য মোকাবিলা করতে পারবে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত