Ajker Patrika

পাবলিক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করা যাবে

পাবলিক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করা যাবে

ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে। 

পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। 

এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না। 

কারা রিল ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। ছবি: দ্য ভার্জ রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন

১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন। 
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন। 
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন। 
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন। 
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন। 
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন। 

প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন 

১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। 
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন 
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন 
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন। 
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন। 

তথ্যসূত্র: গ্যাজেটস নাও

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত