ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে।
পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না।
রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন
১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন।
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন।
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন।
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন।
প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন
১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন।
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে।
পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না।
রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন
১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন।
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন।
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন।
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন।
প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন
১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন।
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
২ দিন আগে