ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে।
পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না।
রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন
১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন।
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন।
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন।
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন।
প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন
১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন।
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে।
পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না।
রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন
১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন।
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন।
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন।
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন।
প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন
১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন।
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৭ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৯ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৯ ঘণ্টা আগে