Ajker Patrika

ফেসবুক-ইনস্টাগ্রামে কিশোরদের লিঙ্গ জানতে পারবে না বিজ্ঞাপনদাতারা

প্রযুক্তি ডেস্ক
ফেসবুক-ইনস্টাগ্রামে কিশোরদের লিঙ্গ জানতে পারবে না বিজ্ঞাপনদাতারা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সম্ভাব্য ক্ষতিকর বিজ্ঞাপন প্রচার ঠেকাতে উদ্যোগ নিয়েছে টেক জায়ান্ট মেটা। বিজ্ঞাপনদাতারা এখন থেকে শুধু তাদের বয়স ও অবস্থান জানতে পারবে বলে বলে দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ এনে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কয়েকটি পাবলিক স্কুল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মূল কোম্পানির বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলায় বলা হয়, উদ্বেগ, বিষণ্নতা, বিশৃঙ্খল হওয়া, সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী। এই পরিস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে কঠিন করে তুলেছে।

এমন পরিস্থিতিতে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে মেটা বিধিনিষেধ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া আগামী মার্চ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর বয়সী ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের পরিধি বাড়ানো হবে বলেও মেটা জানিয়েছে। অবশ্য তারা এরই মধ্যে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে নিজের ফিড থেকে লুকিয়ে রাখার সুবিধা পাচ্ছে। 

এর সঙ্গে মার্চ থেকে তারা নিজেদের ফিডে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন কমিয়ে দেওয়ার সুবিধা পাবে। চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটির বড় দুটি নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত অনলাইনে কিশোর বয়সীদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত