Ajker Patrika

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক রেখে থ্রেডস আইডি ডিলিট করবেন যেভাবে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক রেখে থ্রেডস আইডি ডিলিট করবেন যেভাবে

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে। এটি বহুল প্রতীক্ষিত ফিচার। কারণ এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল থ্রেডসের সঙ্গে। 

ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে ও সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে। 

ইনস্টাগ্রাম ছাড়াই থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ বা ডিলট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে–

১. প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে। 
২. এরপর থ্রেডসের সেটিংসে যেতে হবে। 
৩. ‘ডিলিট বা ডিঅ্যাক্টিভেট প্রোফাইল’ নামের অপশন খুঁজে বের করুন। 

নতুন ডিলিট বা ডিঅ্যাক্টিভ পেজে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করার যাবতীয় তথ্য থাকবে। এই পেজে ডিলিট ও ডিঅ্যাক্টিভ- দুটি অপশন থাকবে। এর মধ্য থেকে পছন্দমত যেকোনো একটি বাছাই করা যাবে। 

কিছু সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টে এই ফিচার পাওয়া যাচ্ছে। থ্রেডসের নতুন ফিচার ধীরে ধীরে সব গ্রাহকের কাছে পৌঁছাবে। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। 

এই বছরের জুলাইতে টুইটারের আদলে থ্রেডস নিয়ে আসে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়ে ব্যবহারকারীদের থ্রেডস অ্যাপে লগইন করার সুযোগ দেয়া হয়েছিল। 

গত অক্টোবরে এডিট বাটন আনা হয় থ্রেডস প্ল্যাটফর্মে। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যায়। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। তবে পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত