Ajker Patrika

মেটার কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসতে হবে 

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা নতুন নিয়ম চালু করছে। নতুন নিয়মে কর্মীদের অফিসে এসে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে এসে কাজ করতে হবে। 

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারির প্রথম দিকে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মীদের প্রথম ঘর হতে কাজের অনুমতি দেয়, মেটার তাদের একটি। ২০২১ সালেও প্রতিষ্ঠানটি তাদের নমনীয় নীতিগুলো বজায় রাখে। এ সময় প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, কোম্পানির সমস্ত স্তরের কর্মীরা ঘরে থেকে কাজ করতে চাইলে সেই সুবিধা পাবে। 

তবে সম্প্রতি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, যেসব কর্মীরা ঘরে থেকে কাজ করেছে, তাদের চেয়ে অফিসে এসে কাজ করা কর্মীদের পারফরমেন্স ভালো। বল হচ্ছে, মূলত এই ধারণা থেকেই মেটার নতুন এই নিয়ম করা হয়েছে।  

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, জাকারবার্গ বলেন, ‘কর্মীদের কাজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে সব প্রকৌশলীরা অফিসে এসে কাজ করেছেন, তারা অন্যদের চেয়ে ভালো করেছেন।’ তিনি কর্মীদের একে অপরের সঙ্গে মিলেমিশে আরও কাজ করার সুযোগ খুঁজতে উৎসাহিত করেন।

জাকারবার্গ আরও বলেন, ‘যেসব প্রকৌশলীরা তাদের কর্মজীবনের শুরুতে সপ্তাহে কমপক্ষে তিন দিন সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, তাঁরা আরও ভালো করেছেন।’ 

এর আগে, আমাজন চলতি বছরের শুরুতে সপ্তাহে অন্তত তিন দিন অফিসে কাজ করার নিয়ম চালু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত