Ajker Patrika

শেষ দফার ছাঁটাই শুরু করল মেটা

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

টেক জায়ান্ট মেটা গত মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় ও শেষ দফার ছাঁটাই শুরু করেছে মেটা। আজ বুধবার থেকেই শুরু হয়েছে এই ছাঁটাই। খবর রয়টার্স। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তাঁরা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী। 

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ৬ থেকে ৮ হাজার কর্মী। গত ১৯ এপ্রিল আবারও কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কর্মীদের ছাঁটাইয়ের কথা জানায় মেটা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে মেটার এক মেমোতে সংস্থার ম্যানেজারদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের খরচ কমাতে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। নতুন এই ছাঁটাই মূলত ওই ঘোষণার বাস্তবায়নেরই অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত