অনলাইন ডেস্ক
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বা একাধিক অ্যাডমিন নিযুক্ত করা হয়, যাঁদের দায়িত্ব হলো গ্রুপের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।
অ্যাডমিন হলেন সেই ব্যক্তি, যিনি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, গ্রুপের সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করেন এবং গ্রুপের নিয়মাবলি প্রতিষ্ঠা করেন। যদি আপনার গ্রুপে নতুন একজন অ্যাডমিন নিযুক্ত করার প্রয়োজন হয়, তাহলে সহজে তা করা সম্ভব।
একটি গ্রুপে অনির্দিষ্টসংখ্যক অ্যাডমিন থাকতে পারেন এবং যেকোনো অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারেন। তবে যিনি গ্রুপ তৈরি করছেন, তিনি গ্রুপ থেকে বের না হওয়া পর্যন্ত তিনি একজন অ্যাডমিন হিসেবেই থাকবেন।
গ্রুপের একজন সদস্যকে অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন পছন্দমতো কোনো সদস্যের নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মেক গ্রুপ অ্যাডমিন অপশন নির্বাচন করুন। এভাবে সহজে গ্রুপের যেকোনো সদস্যকে গ্রুপ অ্যাডমিন বানাতে পারবেন।
একাধিক ব্যক্তিকে গ্রুপ অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার ‘এডিট গ্রুপ অ্যাডমিনস’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে গ্রুপের সদস্যদের দেখা যাবে। এখন যাঁদের অ্যাডমিন বানাতে চান, তাঁদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এবার নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ। ফলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে অ্যাডমিন বানাতে পারবেন।
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাঁকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বা একাধিক অ্যাডমিন নিযুক্ত করা হয়, যাঁদের দায়িত্ব হলো গ্রুপের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।
অ্যাডমিন হলেন সেই ব্যক্তি, যিনি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, গ্রুপের সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করেন এবং গ্রুপের নিয়মাবলি প্রতিষ্ঠা করেন। যদি আপনার গ্রুপে নতুন একজন অ্যাডমিন নিযুক্ত করার প্রয়োজন হয়, তাহলে সহজে তা করা সম্ভব।
একটি গ্রুপে অনির্দিষ্টসংখ্যক অ্যাডমিন থাকতে পারেন এবং যেকোনো অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারেন। তবে যিনি গ্রুপ তৈরি করছেন, তিনি গ্রুপ থেকে বের না হওয়া পর্যন্ত তিনি একজন অ্যাডমিন হিসেবেই থাকবেন।
গ্রুপের একজন সদস্যকে অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন পছন্দমতো কোনো সদস্যের নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মেক গ্রুপ অ্যাডমিন অপশন নির্বাচন করুন। এভাবে সহজে গ্রুপের যেকোনো সদস্যকে গ্রুপ অ্যাডমিন বানাতে পারবেন।
একাধিক ব্যক্তিকে গ্রুপ অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার ‘এডিট গ্রুপ অ্যাডমিনস’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে গ্রুপের সদস্যদের দেখা যাবে। এখন যাঁদের অ্যাডমিন বানাতে চান, তাঁদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এবার নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ। ফলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে অ্যাডমিন বানাতে পারবেন।
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাঁকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
অ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
৩ মিনিট আগেবিশ্বের অধিকাংশ কিশোর–কিশোরীদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর–কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে সম্পূর্ণে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ
১ ঘণ্টা আগেডিজিটাল যুগে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট, মেসেজ, ইমেইলের—প্রতিটি নোটিফিকেশনের জন্য উন্মুখ হয়ে থাকেন অনেকেই। প্রথমে মনে হয়—এটা হয়তো এক ধরনের স্বাভাবিক অভ্যাস। তবে প্রতিটি নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশন আসলে মনের গভীরে থাকা কিছু অজানা উদ্বেগকে বাড়ি
১ ঘণ্টা আগেশক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট
৫ ঘণ্টা আগে