ক্রীড়া ডেস্ক
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল।
চাহাল হ্যাটট্রিক করার পর সতীর্থরা বাঁধভাঙা উল্লাস করলেও তাঁর (চাহাল) উদ্যাপনটা একরকম সাদামাটাই ছিল। হাত মুঠো করে স্বাভাবিক উদ্যাপন করলেন। চাহাল এরপর চিদাম্বরমের ঘাসে হালকা পিছলে বসে পড়লেন। এই হ্যাটট্রিকে ভারতীয় এই লেগ স্পিনার গড়লেন একগাদা রেকর্ড। চলুন, তাহলে দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড তিনি গড়েছেন।
চাহালের এই কীর্তি গড়ার রাতেই মহাবাস নামে এক নারী রেডিও জকি (আরজে) সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। আরজে মহাবাস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা ভর করলেন নাকি তাঁর ওপর। যুজবেন্দ্র চাহাল স্যার, আপনি যোদ্ধা।’ আরজে মহাবাসের সঙ্গে চাহালকে এর আগে চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএলে দেখা গেছে বলে শোনা যাচ্ছে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে নিজের প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি চাহাল। ইনিংসের ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে যান তিনি। ১৯তম ওভারের প্রথম বলটা চাহাল ওয়াইড দিয়ে শুরু করেন। পরের বলেই তাঁকে (চাহাল) লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন ধোনি। কিন্তু দ্বিতীয় বলেই ধোনিকে লংঅফে নেহাল ওয়াধেরার ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে পাঠান চাহাল। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুদা।
১৯তম ওভারের শেষ তিন বলে চাহাল পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলে হুদা ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। পঞ্চম বলে অনশুল কাম্বোজকে বোল্ড এবং নুর আহমাদকে ফিরিয়ে চাহাল তুলে নেন আইপিএলে রেকর্ড হ্যাটট্রিক। চাহালের রেকর্ডের রাতে আইপিএলে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাটিং করা চেন্নাই সুপার কিংস ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়েছে। লক্ষ্যে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে পাঞ্জাব। রুদ্ধশ্বাস জয়েও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি চাহাল। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল।
চাহাল হ্যাটট্রিক করার পর সতীর্থরা বাঁধভাঙা উল্লাস করলেও তাঁর (চাহাল) উদ্যাপনটা একরকম সাদামাটাই ছিল। হাত মুঠো করে স্বাভাবিক উদ্যাপন করলেন। চাহাল এরপর চিদাম্বরমের ঘাসে হালকা পিছলে বসে পড়লেন। এই হ্যাটট্রিকে ভারতীয় এই লেগ স্পিনার গড়লেন একগাদা রেকর্ড। চলুন, তাহলে দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড তিনি গড়েছেন।
চাহালের এই কীর্তি গড়ার রাতেই মহাবাস নামে এক নারী রেডিও জকি (আরজে) সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। আরজে মহাবাস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা ভর করলেন নাকি তাঁর ওপর। যুজবেন্দ্র চাহাল স্যার, আপনি যোদ্ধা।’ আরজে মহাবাসের সঙ্গে চাহালকে এর আগে চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএলে দেখা গেছে বলে শোনা যাচ্ছে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে নিজের প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি চাহাল। ইনিংসের ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে যান তিনি। ১৯তম ওভারের প্রথম বলটা চাহাল ওয়াইড দিয়ে শুরু করেন। পরের বলেই তাঁকে (চাহাল) লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন ধোনি। কিন্তু দ্বিতীয় বলেই ধোনিকে লংঅফে নেহাল ওয়াধেরার ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে পাঠান চাহাল। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুদা।
১৯তম ওভারের শেষ তিন বলে চাহাল পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলে হুদা ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। পঞ্চম বলে অনশুল কাম্বোজকে বোল্ড এবং নুর আহমাদকে ফিরিয়ে চাহাল তুলে নেন আইপিএলে রেকর্ড হ্যাটট্রিক। চাহালের রেকর্ডের রাতে আইপিএলে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাটিং করা চেন্নাই সুপার কিংস ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়েছে। লক্ষ্যে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে পাঞ্জাব। রুদ্ধশ্বাস জয়েও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি চাহাল। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
১ সেকেন্ড আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৩৭ মিনিট আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে