Ajker Patrika

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

বিজ্ঞপ্তি
রিয়েলমি ‘সি৭৫ এক্স’ গ্রাহকদের দেবে এই সেগমেন্টের বেস্ট এআই এক্সপেরিয়েন্স। ছবি: রিয়েলমি
রিয়েলমি ‘সি৭৫ এক্স’ গ্রাহকদের দেবে এই সেগমেন্টের বেস্ট এআই এক্সপেরিয়েন্স। ছবি: রিয়েলমি

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫ এক্স। আর্মরশেল প্রোটেশন যুক্ত ড্যামেজ প্রুফ ফিচার ফোন এটি। মধ্যম বাজেটের ফোনটি দিয়ে করা যাবে আন্ডারওয়াটার ফটোগ্রাফিও। চলুন একনজরে দেখা যাক কী রয়েছে নতুন এই স্মার্টফোনে।

আইপি ৬৯ রেটিং

রিয়েলমি সি৭৫ এক্স স্মার্টফোনটি এমনভাবে তৈরি, যা পানি, ধুলা ও হাত থেকে হঠাৎ করে পড়ে যাওয়ার মতো দৈনন্দিন ঝুঁকি থেকে ফোনকে কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে। কারণ, এই স্মার্টফোন আইপি ৬৯, আইপি ৬৮, আইপি ৬৬ রেটিংসংবলিত এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফায়েড। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে ও আইপি ৬৯ হাই প্রেসার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে সুরক্ষা দেয়।

এ সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি দশমিক ৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে। এ ছাড়া ২ দশমিক ৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা, ১ দশমিক ৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চচাপের পানি স্প্রে, এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের মতো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।

ক্যামেরা

রিয়েলমি ‘সি৭৫ এক্স’-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি রিয়ার (পেছনের) ক্যামেরা। এ ছাড়া পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। যেটিকে অক্সিলারি লেন্সও বলা হয়। ফ্লিকার বা অক্সিলারি এই লেন্সের প্রধান কাজ হলো—আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। এ ছাড়া পেছনের প্যানেলে সৌন্দর্য বাড়ানোর জন্য আরও একটি বাম্প রাখা হয়েছে। তবে পুরোপুরি বন্ধ রাখা এই বাম্প সেন্সর এরিয়া হিসেবেও কাজ করে। বাম্পটিতে দুবার টাচ করলে কিউআর কোড স্ক্যান করা যাবে। এ ছাড়া ফোনটিতে রয়েছে—৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারি সক্ষমতা

রিয়েলমি ‘সি৭৫ এক্স’–এ রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৫৬০০ এমএএইচ ব্যাটারি। তাই ৫ মিনিটের চার্জেই ফোনে কথা বলা যায় ৩ ঘণ্টা। আর একবার পুরোপুরি চার্জ সম্পূর্ণ হলে ৭ ঘণ্টা টানা গেমিং, ১৩ দশমিক ২ ঘণ্টা ধারাবাহিক ইউটিউব ভিডিও প্লে এবং ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই সম্ভব স্মার্টফোনটি দিয়ে।

এসব বৈশিষ্ট্য ছাড়াও রিয়েলমি ‘সি৭৫ এক্স’ গ্রাহকদের দেবে এই সেগমেন্টের বেস্ট এআই এক্সপেরিয়েন্স। ডিভাইসটিতে আছে গুগল জেমিনি চ্যাটবট ও এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর, দ্রুততম সময়ে কোনো কিছু অনুসন্ধান, অ্যাপগুলোর মধ্যে নির্বিঘ্ন এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিং অর্থাৎ ব্লার বা ঘোলা ছবিকে স্পষ্ট করা ইত্যাদি ফিচার আছে। ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টের রিয়েলমি ‘সি৭৫ এক্স’ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯৯ টাকায়। ফলে মধ্যম বাজেটের এই স্মার্টফোন হতে পারে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি দারুণ ডিভাইস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত