Ajker Patrika

প্রবাসী ফুটবলার ফাহামিদুলের সঙ্গে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রাবণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৫, ১৮: ২৯
প্রবাসী ফুটবলার ফাহমিদুলের (বাঁয়ে) সঙ্গে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রাবণ। ছবি: বাফুফে
প্রবাসী ফুটবলার ফাহমিদুলের (বাঁয়ে) সঙ্গে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রাবণ। ছবি: বাফুফে

মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।

অভিযোগটি বরাবরই অস্বীকার করে আসছেন শ্রাবণ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাঁকে। গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফাহামিদুলের সঙ্গে ঘটনাটি নিয়ে ১৯ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ভিত্তিহীন বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না আসলে। একটি ঘটনা যাচাই-বাছাই না করে কোনো কিছু বলা ঠিক নয়। এটার প্রভাব আসলে মাঠেও পড়ে। আপনি তখন পুরোপুরি মনোযোগী থাকতে পারেন না।

পেশাদার ফুটবলার হিসেবে শ্রাবণ বুলিংয়ের বিষয়টি এড়িয়ে চলছেন। কিন্তু এর মুখোমুখি হতে হচ্ছে তাঁর পরিবারকেও। তিনি বলেন, ‘এগুলো আমি মেনে নিতে পারি। কিন্তু পরিবারের লোকজন যখন এগুলো দেখেন, তখন তাঁরা এসব মেনে নিতে পারেন না। এর প্রভাব অবশ্যই পড়ে। এগুলো কাটিয়ে ওঠার উপায় হলো, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা।’

কোনো ফুটবলার সাইবার বুলিংয়ের শিকার হলে তাঁর পাশে থাকার ঘোষণা দিয়েছে বাফুফে। তবে তা বড় কোনো ইস্যু হিসেবে দেখছেন না শ্রাবণ, ‘আসলে মানুষ এ রকম বলবেই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এগুলো মেনে নিতে হবে। এটা হতেই পারে, স্বাভাবিক। অনেক বড় বড় খেলোয়াড়কেও মানুষ ট্রল করে। আমি তো ক্ষুদ্র একটা ফুটবলার। এটা নিয়ে আসলে আর কোনো কথা বলা উচিত নয়। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি মানুষের কাছে গিয়ে জবাব চাইতে পারি না। তাদের ইচ্ছা হয়েছে করুক, মানুষ অনেক কিছুই করে। মেসি-নেইমারকে নিয়েও ট্রল হয়। তাই এটা বড় কোনো ইস্যু নয়।’

পরশু আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জেতে বসুন্ধরা কিংস। টাইব্রেকারে একটি সেভ দিয়ে ফাইনালের নায়ক বনে যান শ্রাবণ, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ফাইনালে দলকে শিরোপা জেতানোর পেছনে অবদান রাখতে পেরেছি। সেভ করার পর হঠাৎ মনে পড়ে এমিলিয়ানো মার্তিনেজের উদ্‌যাপনের কথা। আসলে আমার আদর্শ ম্যানুয়েল নয়্যার। কিন্তু একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে মার্তিনেজকেও অনুসরণ করি। তাঁর খেলা দেখি। উদ্‌যাপনটা তাঁর মতোই করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত