Ajker Patrika

আইপিএলে ম্যাক্সওয়েলকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই হলো সত্যি

ক্রীড়া ডেস্ক    
আইপিএল শেষ হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের। ছবি: ক্রিকইনফো
আইপিএল শেষ হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের। ছবি: ক্রিকইনফো

গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

এবারের আইপিএলের বাকি অংশে পাঞ্জাব কিংসের জার্সিতে আর দেখা যাবে না ম্যাক্সওয়েলকে। ডান হাতের আঙুলের চোটে পড়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের চোটের কথা বলতে গিয়ে গতকাল টসের সময় আইয়ার জানিয়েছিলেন যে বিকল্প খেলোয়াড় নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি।

এমনকি চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের আগে ম্যাক্সওয়েলকে নিয়ে মার্কাস স্টয়নিসও দুঃখ প্রকাশ করেছিলেন। ম্যাচ সম্প্রচারককে স্টয়নিস বলেন, ‘তার (ম্যাক্সওয়েল) মনে হয়েছিল চোটটা বেশি গুরুতর না। তবে শেষ পর্যন্ত এই চোটটা অনেক বেশিই হয়েছে। সে স্ক্যান করিয়েছে। কিন্তু ফল ভালো আসেনি। এটা ম্যাক্সির জন্য দুর্ভাগ্যজনক। খুব সম্ভবত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে সে।’ স্টয়নিস যে শঙ্কা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

এবারের আইপিএলে ম্যাক্সওয়েলের সতীর্থ ছিলেন স্টয়নিস। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের আগেই স্টয়নিস নিশ্চিত করেছিলেন যে ম্যাক্সওয়েল কখন চোট পেয়েছেন। ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে অনুশীলনের সময় আঙুল ভেঙে গিয়েছিল ম্যাক্সওয়েল। সেই ম্যাচে শেষ পর্যন্ত জিতেছিল বৃষ্টি।

ম্যাক্সওয়েলের আগে লকি ফার্গুসনও চোটে পড়ে আইপিএল থেকে ছিটকে যান। তবে পাঞ্জাব কিংস ম্যাক্সওয়েল, ফার্গুসন কারও বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে পাঞ্জাবের প্রধান কোচ রিকি পন্টিং বলেন, ‘আমরা এক পর্যায়ে গিয়ে বদলি খেলোয়াড় নেব। ১২ নম্বর ম্যাচ পর্যন্ত সুযোগ থাকছে বদলি খেলোয়াড় নেওয়ার। তাই হাতে এখনো দুই ম্যাচ থাকছে।’

চেন্নাইয়ের বিপক্ষে যুজবেন্দ্র চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে পাঞ্জাব পেয়েছে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। টস হেরে প্রথমে ব্যাটিং করা চেন্নাই সুপার কিংস ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়েছে। লক্ষ্যে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে পাঞ্জাব। রুদ্ধশ্বাস জয়েও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি চাহাল। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন অব্দি পাঞ্জাব পয়েন্ট টেবিলের তিনে। তারা জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত