ক্রীড়া ডেস্ক
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল বুধবার তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে হয়েছে ১২ লাখ রুপি।
মন্থর ওভার রেটের কারণেই এমন শাস্তি পেয়েছেন আইয়ার। আইপিএলের এবারের আসরে তাঁর সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান করে চেন্নাই। কিন্তু সেই ১৯.২ ওভার বোলারদের দিয়ে নির্ধারিত সময়ে শেষ করাতে পারেননি পাঞ্জাবের অধিনায়ক। তাই ১৯তম ওভারের আগে ৩০ গজ বৃত্তে একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাতে হয় তাঁকে। সেই ওভারেই অবশ্য হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পাঞ্জাবের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। প্রতিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। আমি সবার আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাঞ্জাব। ৪ মে পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। গতকাল তাদের কাছে হারায় চার ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল বুধবার তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে হয়েছে ১২ লাখ রুপি।
মন্থর ওভার রেটের কারণেই এমন শাস্তি পেয়েছেন আইয়ার। আইপিএলের এবারের আসরে তাঁর সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান করে চেন্নাই। কিন্তু সেই ১৯.২ ওভার বোলারদের দিয়ে নির্ধারিত সময়ে শেষ করাতে পারেননি পাঞ্জাবের অধিনায়ক। তাই ১৯তম ওভারের আগে ৩০ গজ বৃত্তে একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাতে হয় তাঁকে। সেই ওভারেই অবশ্য হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পাঞ্জাবের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। প্রতিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। আমি সবার আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাঞ্জাব। ৪ মে পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। গতকাল তাদের কাছে হারায় চার ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের।
দিয়োগো জোতার মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও তিনি যে অমর হয়ে আছেন সকলের মনে। টেনিস কোর্ট, ক্রিকেট স্টেডিয়াম—সব খানেই তাঁকে স্মরণ করছেন খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের হল অব ফেমে নাম উঠে গেল জোতার।
৭ মিনিট আগেপ্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই।
৪১ মিনিট আগেএশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
১ ঘণ্টা আগে‘টাকার বৃষ্টি’ ঝরে বলেই ক্রিকেটার থেকে শুরু করে ধনকুবেররা পাখির চোখ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল তাই হয়ে উঠেছে ভারতের সোনার ডিম পাড়া রাজহাঁস।
২ ঘণ্টা আগে