অনলাইন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটরদের নিজের সৃজনশীলতা প্রকাশ করার জনপ্রিয় একটি মাধ্যম হলো ফেসবুক রিলস। তবে ফলোয়ারদের কাছে এই সৃজনশীল কাজ তুলে ধরার জন্য রিলসের থাম্বনেইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর, উপযুক্ত ও নজরকাড়া থাম্বনেইল আপনার ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তবে এই থাম্বনেইল যুক্ত করার নিয়ম অনেকেই জানে না।
ফেসবুক রিলসের থাম্বনেইল হলো একটি বিশেষ ছবি; যা ভিডিও শুরু হওয়ার আগে দেখা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ, এটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং ভিডিওটি দেখতে প্ররোচিত করে।
ফেসবুক রিলসের থাম্বনেইলের গুরুত্ব
১. রিলসকে আকর্ষণীয় করে তোলা: থাম্বনেইল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। ফেসবুক ব্যবহারকারীরা যখন স্ক্রলিং করবেন, তখন তাঁরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেন যে তাঁরা ভিডিওটি দেখতে চান কি না। থাম্বনেইল এমনভাবে ডিজাইন করা উচিত, যেন তা তাঁদের দ্রুতই দৃষ্টি আকর্ষণ করে। থাম্বনেইল যত আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হবে, তত বেশি মানুষ ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন। থাম্বনেইল পছন্দ না হলে ফলোয়াররা এটি স্ক্রল করে অন্য রিলসে চলে যেতে পারে। তাই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি গুরুত্বপূর্ণ ফিচার।
২. ভিডিওর মূল বিষয় তুলে ধরা: থাম্বনেইলে ভিডিওটির বিষয় বা মূল বার্তা ফুটে ওঠে যেন তা খেয়াল রাখা উচিত। এটি ভিডিওর কনটেন্টের সঙ্গে সম্পর্কিত হওয়া প্রয়োজন, যাতে দর্শকেরা কী ধরনের কনটেন্ট দেখতে যাচ্ছেন তা জানতে পারেন।
৩. ব্র্যান্ডিং: একটি সঠিক ও প্রফেশনাল থাম্বনেইল আপনার ব্র্যান্ডকে আরও পরিচিত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এ জন্য থাম্বনেইলের সঙ্গে নিজস্ব লোগোও যুক্ত করতে পারেন।
ফেসবুক রিলসে থাম্বনেইল যুক্ত করবেন যেভাবে
ফেসবুক রিলস তৈরি করার পর এতে থাম্বনেইল সহজেই যুক্ত করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এভাবে রিলস তৈরি হয়ে যাওয়ার পর থাম্বনেইল যুক্ত করতে পারবেন।
৭. এখন ‘ডেসক্রাইব ইউর রিলস’ লেখার বাঁ পাশে তৈরি করা রিলসের ছবি দেখতে পারবেন। এই ছবির ওপর ট্যাপ করুন। এখান থেকে দুভাবে রিলসের থাম্বনেইল যুক্ত করা যাবে। রিলস ভিডিওর মধ্যে থেকে কোনো ছবি নির্বাচন করে বা ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে।
৮. থাম্বনেইল নির্বাচন হয়ে গেলে ওপরের দিকে থাকা সেভ বাটনে ট্যাপ করুন।
৯. এখন থাম্বনেইলসহ রিলস ফেসবুকে পোস্ট করার জন্য ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
থাম্বনেইল যুক্ত করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে সেগুলো আরও আকর্ষণীয় হবে। যেমন—
১. থাম্বনেইলে ছবি স্পষ্ট ও প্রাসঙ্গিক হওয়া।
২. ছবিতে উজ্জ্বল রং ও কনট্রাস্ট থাকা।
৩. ভিডিওর মূল বিষয়বস্তু তুলে ধরা।
৪. বড় ও স্পষ্ট টেক্সট যুক্ত করা।
কনটেন্ট ক্রিয়েটরদের নিজের সৃজনশীলতা প্রকাশ করার জনপ্রিয় একটি মাধ্যম হলো ফেসবুক রিলস। তবে ফলোয়ারদের কাছে এই সৃজনশীল কাজ তুলে ধরার জন্য রিলসের থাম্বনেইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর, উপযুক্ত ও নজরকাড়া থাম্বনেইল আপনার ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তবে এই থাম্বনেইল যুক্ত করার নিয়ম অনেকেই জানে না।
ফেসবুক রিলসের থাম্বনেইল হলো একটি বিশেষ ছবি; যা ভিডিও শুরু হওয়ার আগে দেখা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ, এটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং ভিডিওটি দেখতে প্ররোচিত করে।
ফেসবুক রিলসের থাম্বনেইলের গুরুত্ব
১. রিলসকে আকর্ষণীয় করে তোলা: থাম্বনেইল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। ফেসবুক ব্যবহারকারীরা যখন স্ক্রলিং করবেন, তখন তাঁরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেন যে তাঁরা ভিডিওটি দেখতে চান কি না। থাম্বনেইল এমনভাবে ডিজাইন করা উচিত, যেন তা তাঁদের দ্রুতই দৃষ্টি আকর্ষণ করে। থাম্বনেইল যত আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হবে, তত বেশি মানুষ ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন। থাম্বনেইল পছন্দ না হলে ফলোয়াররা এটি স্ক্রল করে অন্য রিলসে চলে যেতে পারে। তাই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি গুরুত্বপূর্ণ ফিচার।
২. ভিডিওর মূল বিষয় তুলে ধরা: থাম্বনেইলে ভিডিওটির বিষয় বা মূল বার্তা ফুটে ওঠে যেন তা খেয়াল রাখা উচিত। এটি ভিডিওর কনটেন্টের সঙ্গে সম্পর্কিত হওয়া প্রয়োজন, যাতে দর্শকেরা কী ধরনের কনটেন্ট দেখতে যাচ্ছেন তা জানতে পারেন।
৩. ব্র্যান্ডিং: একটি সঠিক ও প্রফেশনাল থাম্বনেইল আপনার ব্র্যান্ডকে আরও পরিচিত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এ জন্য থাম্বনেইলের সঙ্গে নিজস্ব লোগোও যুক্ত করতে পারেন।
ফেসবুক রিলসে থাম্বনেইল যুক্ত করবেন যেভাবে
ফেসবুক রিলস তৈরি করার পর এতে থাম্বনেইল সহজেই যুক্ত করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এভাবে রিলস তৈরি হয়ে যাওয়ার পর থাম্বনেইল যুক্ত করতে পারবেন।
৭. এখন ‘ডেসক্রাইব ইউর রিলস’ লেখার বাঁ পাশে তৈরি করা রিলসের ছবি দেখতে পারবেন। এই ছবির ওপর ট্যাপ করুন। এখান থেকে দুভাবে রিলসের থাম্বনেইল যুক্ত করা যাবে। রিলস ভিডিওর মধ্যে থেকে কোনো ছবি নির্বাচন করে বা ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে।
৮. থাম্বনেইল নির্বাচন হয়ে গেলে ওপরের দিকে থাকা সেভ বাটনে ট্যাপ করুন।
৯. এখন থাম্বনেইলসহ রিলস ফেসবুকে পোস্ট করার জন্য ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
থাম্বনেইল যুক্ত করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে সেগুলো আরও আকর্ষণীয় হবে। যেমন—
১. থাম্বনেইলে ছবি স্পষ্ট ও প্রাসঙ্গিক হওয়া।
২. ছবিতে উজ্জ্বল রং ও কনট্রাস্ট থাকা।
৩. ভিডিওর মূল বিষয়বস্তু তুলে ধরা।
৪. বড় ও স্পষ্ট টেক্সট যুক্ত করা।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১২ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে