কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। এআইভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের সহ–প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের নেতৃত্বে নতুন একটি এআই দলও গঠন করছে এই টেক জায়ান্ট। তবে এই বিভাগের কর্মীরা মাইক্রোসফটের অন্য বিভাগের কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পায়। ফাঁস হওয়া স্প্রেডশীট থেকে বেতনের এই তথ্য প্রকাশ পেয়েছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের মতে, এই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক স্প্রেডশিট মাইক্রোসফটের কর্মীরা তৈরি করেছে।
স্প্রেডশিটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের নতুন এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১১ ডলার। এই পরিমাণ অন্যান্য বিভাগের (যেমন: আজুর ও ক্লাউড সেবা) গড় বেতন থেকে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।
চলতি বছরের মার্চ মাসে মুস্তাফা সুলেমানের অধীনে এআই বিভাগটি গঠিত হয়। দলটি মাইক্রোসফটের এআই কৌশলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এই বিভাগের প্রকল্পগুলো মধ্যে রয়েছে—কোপাইলট এআই চ্যাটবট, বিং সার্চে এআই ফিচার যুক্তসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।
ফাঁস হওয়া তথ্যটি কোম্পানির কোনো আনুষ্ঠানিক নথি না হলেও এআই বিশেষজ্ঞদের ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিচ্ছে বলে এর মাধ্যমেই বোঝা যায়। গত বছর ধরেই মাইক্রোসফট অনেক কর্মীদের বেতন স্থগিত করে এবং বোনাসও কমিয়েছিল। তবে এই বছর মেধাভিত্তিক বেতন বাড়ানো আবার শুরু করেছে মাইক্রোসফট।
অপরদিকে ২০২২ সালে সব কর্মীদের বেতন দ্বিগুণ করেছিল কোম্পানিটি। বিশেষ করে সিনিয়র কর্মীদের বেতন বেশি বাড়ানো হয়েছিল।
এই বেতন ব্যবধানটি অন্য বিভাগের কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হতে পারে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। অন্যান্য বিভাগের কর্মীদের বোনাস কমে গেছে ও বেতন স্থগিতও হয়েছিল দেখেছে। গুগল, মেটা ও আমাজনের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় মাইক্রোসফট এআই প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। এআইভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের সহ–প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের নেতৃত্বে নতুন একটি এআই দলও গঠন করছে এই টেক জায়ান্ট। তবে এই বিভাগের কর্মীরা মাইক্রোসফটের অন্য বিভাগের কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পায়। ফাঁস হওয়া স্প্রেডশীট থেকে বেতনের এই তথ্য প্রকাশ পেয়েছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের মতে, এই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক স্প্রেডশিট মাইক্রোসফটের কর্মীরা তৈরি করেছে।
স্প্রেডশিটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের নতুন এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১১ ডলার। এই পরিমাণ অন্যান্য বিভাগের (যেমন: আজুর ও ক্লাউড সেবা) গড় বেতন থেকে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।
চলতি বছরের মার্চ মাসে মুস্তাফা সুলেমানের অধীনে এআই বিভাগটি গঠিত হয়। দলটি মাইক্রোসফটের এআই কৌশলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এই বিভাগের প্রকল্পগুলো মধ্যে রয়েছে—কোপাইলট এআই চ্যাটবট, বিং সার্চে এআই ফিচার যুক্তসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।
ফাঁস হওয়া তথ্যটি কোম্পানির কোনো আনুষ্ঠানিক নথি না হলেও এআই বিশেষজ্ঞদের ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিচ্ছে বলে এর মাধ্যমেই বোঝা যায়। গত বছর ধরেই মাইক্রোসফট অনেক কর্মীদের বেতন স্থগিত করে এবং বোনাসও কমিয়েছিল। তবে এই বছর মেধাভিত্তিক বেতন বাড়ানো আবার শুরু করেছে মাইক্রোসফট।
অপরদিকে ২০২২ সালে সব কর্মীদের বেতন দ্বিগুণ করেছিল কোম্পানিটি। বিশেষ করে সিনিয়র কর্মীদের বেতন বেশি বাড়ানো হয়েছিল।
এই বেতন ব্যবধানটি অন্য বিভাগের কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হতে পারে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। অন্যান্য বিভাগের কর্মীদের বোনাস কমে গেছে ও বেতন স্থগিতও হয়েছিল দেখেছে। গুগল, মেটা ও আমাজনের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় মাইক্রোসফট এআই প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।
অ্যাপলের বছরের সবচেয়ে বড় হার্ডওয়্যার উদ্বোধনী ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘অ ড্রপিং’ নামে এই ইভেন্টে দীর্ঘদিনের গুজব ও ফাঁস হওয়া তথ্যের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এই ইভেন্টে উন্মোচিত হতে পারে অ্যাপলের পরবর্তী প্রজন্মে আইফোন ১৭ সিরিজ। তবে শুধু আইফোনই নয়, অ্যাপলের আরও কয়েকটি নতুন পণ্যও আসতে
১ ঘণ্টা আগে২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে টেকনো গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। বাজেটের মধ্যে গ্রাহকদের চাহিদা পূরণ করা আমাদের লক্ষ্য। টেকনো এখন বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন এবং এআইওটি ডিভাইস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য স্মার্ট ডিভাইসে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়
২ ঘণ্টা আগেদশ বছর আগের কল সেন্টার চাকরির হতাশা এখনো মনে আছে গ্রিসের নাগরিক আর্মেন কিরাকোসিয়ানের। গ্রাহকদের বিরক্তি, তথ্য খুঁজতে মেনুতে ক্লিকের পর ক্লিক, আর প্রতিটি কলের জন্য হাতে হাতে নোট নেওয়ার কষ্ট—সব মিলিয়ে একঘেয়ে আর চাপের কাজ।
২ ঘণ্টা আগেআমাদের প্রতিটি দিনের বড় একটি অংশ দখল করে রেখেছে গুগল। ক্রোম, জিমেইল, ম্যাপ বা ইউটিউব থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের অনেক প্রয়োজনীয়তা মেটায় এই প্ল্যাটফর্মগুলো। এ কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে গুগলকে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
৩ ঘণ্টা আগে