Ajker Patrika

ম্যাগনেটিক কি-বোর্ড, একটি স্টাইলোসহ ওয়ানপ্লাস প্যাড

অনিন্দ্য চৌধুরী অর্ণব
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯: ৩৬
ম্যাগনেটিক কি-বোর্ড, একটি স্টাইলোসহ ওয়ানপ্লাস প্যাড

ওয়ানপ্লাস বিশ্বের অন্যতম বড় চায়না স্মার্টফোন কোম্পানি বিবিকে ইলেট্রনিকস করপোরেশনের অংশ। সম্প্রতি স্যামসাং ও অ্যাপলের মতো জায়ান্টকেও টক্কর দিচ্ছে ওয়ানপ্লাস। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ওয়ানপ্লাস প্যাড। এটি মূলত একটি ট্যাব। ওয়ানপ্লাস এই ট্যাব একটি ম্যাগনেটিক কি-বোর্ড, একটি স্টাইলোসহ পাওয়া যাচ্ছে।

ওয়ানপ্লাস প্যাডটি ১১ দশমিক ৬১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে দিচ্ছে ২৮০০×২০০০ পিক্সেল রেজল্যুশন, যা প্রতি ইঞ্চিতে ২৯৬ পিক্সেল (পিপিআই) এবং ৫০০ নিট ব্রাইটনেস দেয়। স্ক্রিনের সুরক্ষার কথা বিবেচনায় রেখে ব্যবহার করা হয়েছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস, ২৫ দশমিক ৮০ মিমি পুরুত্বের এই প্যাড প্রস্থে ১৮ দশমিক ৯৪ মিমি। এর ওজন ৫৫২ গ্রাম। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ছাড়াও ৭:৫ স্ক্রিন এবং ৮৮ শতাংশ স্ক্রিন টু বডি অনুপাতে এটি পাওয়া যায়। 

স্টাইলিশ লুকের পাশাপাশি প্যাডটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ হাজার চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অক্সিজেনওএস ১৩ দশমিক ১। এটি ৮ ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজসহ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৯ হাজার ৫১০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এটি দিয়ে প্রায় ৮০ মিনিটে ব্যাটারির শতভাগ চার্জ করা সম্ভব। ১২ দশমিক ৪ ঘণ্টা টানা ভিডিও দেখা যায় এই প্যাডে। 

এতে স্মার্টফোনের সঙ্গে ৫জি সেলুলার শেয়ারিং ফিচার রয়েছে। আবার অডিও বিভাগের ক্ষেত্রে এতে ডলবি অ্যাটমস অডিও এবং অমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড প্রযুক্তিসহ কোয়াড স্পিকার সিস্টেমও রয়েছে। এ ছাড়া ওটিপি যাচাইকরণের জন্য অন্যান্য ওয়ানপ্লাস ডিভাইসের সঙ্গে অটো-কানেকশন, ৫জি সেলুলার শেয়ারিং, উন্নত টেক্সট মেসেজিং এবং ফাইল শেয়ারিং ক্যাপাবিলিটি ইত্যাদি ফিচারও রয়েছে। 

অন্য সব প্যাডের মতো ওয়ানপ্লাস প্যাডেও খুব শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়নি। ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল এলএডি ফ্ল্যাশসহ রিয়ার ক্যামেরা আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া ইউএসবি সি পোর্টসহ ওয়াই-ফাই ৮০২ দশমিক ১১ এ/বি/জি/এন/এসি ব্যবহার করা হয়েছে, আছে জিপিএস সুবিধা। ট্যাবলেটের সেন্সরগুলোর মধ্যে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, তাপমাত্রা সেন্সর ও অ্যাক্সিলোমিটার।

এই প্যাডের স্টাইলো আপনার ছবি আঁকার ইচ্ছায় রং লাগাবে। এটা দিয়ে আপনি ক্যানভাসে ড্রইং করার আনন্দ পাবেন। প্যাডের ওপরেই স্টাইলো চার্জ করে নেওয়া যাবে। ম্যাগনেটিক কি-বোর্ড দিয়ে করা যাবে টাইপিং, দীর্ঘক্ষণ টাইপের পরেও এটি ক্লান্ত করবে না। 

সবুজ রঙের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের প্যাডটির দাম প্রায় ৪৫ হাজার টাকা। আর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের প্যাডের দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা।

সূত্র: ওয়ানপ্লাস, গ্যাজেট৩৬০ ও দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত