গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআই এর মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাপাকাপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো–তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯–এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।
ফাঁস হওয়া তথ্য মতে, পিক্সেল ১১–এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।
পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের এর আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’–কে সমর্থন দেবে। এআই এর মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।
এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টু টুইক’ ও ‘ম্যাজিক মিরর’ এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।
পিক্সেল ১০–এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে। ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’
আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘসময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৫ ঘণ্টা আগে