প্রযুক্তি ডেস্ক
ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।
ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ দিন আগে