অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে