আজকের পত্রিকা ডেস্ক
ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।
মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।
পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।
আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।
ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।
মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।
পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।
আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে