Ajker Patrika

মেসেঞ্জারে কাকে মেসেজ করার অনুমতি দেবেন, নিয়ন্ত্রণ করুন নিজেই

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ মে ২০২৫, ০৮: ০৪
স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন। ছবি: গিকি গ্যাজেটস
স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন। ছবি: গিকি গ্যাজেটস

ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।

মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।

২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।

৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।

৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।

৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।

৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—

ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।

পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।

আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।

এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত