Ajker Patrika

সরকারের অনুরোধে ইনস্টাগ্রামে ‘মুসলিম নিউজ’ পেজে ভারতীয়দের প্রবেশ বন্ধ করল মেটা

অনলাইন ডেস্ক
সরকারের অনুরোধে ইনস্টাগ্রামে ‘মুসলিম নিউজ’ পেজে ভারতীয়দের প্রবেশ বন্ধ করল মেটা

ভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা জানিয়েছে, আইন অনুযায়ী কনটেন্ট সীমিত করতে ভারত সরকারের অনুরোধে তারা এই পদক্ষেপ নিয়েছে। ৬৭ লাখ ফলোয়ারের এই পেজে ঢুকতে গেলে এখন ভারতের ব্যবহারকারীদের একটি বার্তা দেখাচ্ছে। তাতে লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভারতে দেখা যাচ্ছে না। কারণ, আমরা একটি আইনি অনুরোধ মেনে কনটেন্ট সীমিত করেছি।’

পেজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমির আল-খাতাহতবেহ জানিয়েছেন, ভারতের ফলোয়ারদের কাছ থেকে তিনি শত শত বার্তা ও ইমেইল পেয়েছেন। তারা কেউ পেজটি দেখতে পারছেন না। তিনি বলেন, ‘মেটা ভারত সরকারের অনুরোধে আমাদের অ্যাকাউন্টটি ব্লক করেছে। এটা নিছক সেন্সরশিপ।’

এই বিষয়ে এএফপি যোগাযোগ করলে মেটা কোনো মন্তব্য করেনি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা উল্লেখ করে বলেন, স্থানীয় আইন ভঙ্গ করে এমন কিছু থাকলে তা সরিয়ে নেওয়ার বা সীমিত করার নিয়ম তারা মেনে চলে।

এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও একই ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত।

এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এর আগে, গত সপ্তাহের শুরুতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত