স্মার্টফোন আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠলেও এর ওপর নির্ভরশীলতা প্রজন্ম ভেদে ভিন্ন। এক জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে জেনারেশন জেডের স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে গড়ে ৭৯ বার তাদের ফোনটি আনলক করেন।
২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের স্ট্যাটিস্টা রিসার্চ সার্ভিস মানুষের মোবাইল ফোন আনলক করার অভ্যাসের ওপর একটি জরিপ চালায়। এ জরিপে প্রজন্ম ভেদে মানুষের মোবাইল ফোন আনলক করার অভ্যাসের বিষয়টি উঠে আসে।
জরিপ অনুসারে, দিনে সবচেয়ে বেশিবার নিজের ফোন আনলক করেন জেনারেশন জেডের স্মার্টফোন ব্যবহারকারীরা। অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে তারা দিনে গড়ে ৭৯ বার নিজের মোবাইল ফোন আনলক করে থাকেন। অর্থাৎ দৈনিক এতবার তাঁরা ফোনের স্ক্রিনের দিকে তাকান।
এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিলেনিয়ালরা। ১৯৮০ থেকে ১৯৯৭ সালের মধ্যে জন্মানো এ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে গড়ে ৬৩ বার নিজের ফোন আনলক করে থাকেন। এরপর জেনারেশন এক্স (১৯৬৫–১৯৮০) দিনে গড়ে ৪৯ বার ও জেনারেশন বেবি বুমার (১৯৪৬–১৯৬৪) ৩০ বার ফোন আনলক করেন।
আর সবচেয়ে কম সংখ্যকবার মোবাইল ফোন আনলক করেন সাইলেন্ট জেনারেশনের ব্যবহারকারীরা। অর্থাৎ যাদের জন্ম ১৯২৮ থেকে ১৯৪৫ সালের মধ্যে তাঁরা দিনে গড়ে ১৮ বার ফোন আনলক করেন।
এ জরিপে ডিসপ্লে অন করা ছাড়াই বিভিন্ন নোটিফিকেশন দেখার জন্য ফোনের দিকে তাকানোর অভ্যাস বিবেচনায় নেওয়া হয়নি।
এর আগে ২০১৬ সালের এপ্রিলে এক জরিপে উঠে আসে, অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা দিনে গড়ে ৮০ বার নিজের ফোন আনলক করেন। ২০১৩ সালে ইন্টারনেট ট্রেন্ডের এক প্রতিবেদনে বলা হয়, মানুষ দিনে অন্তত ১৫০ বার নিজের ফোন চেক করে থাকেন। এর মধ্যে ব্যবহারকারীরা প্রায়ই ফোন আনলক করা ছাড়াই লকস্ক্রিনের ওপর ভেসে থাকা নোটিফিকেশন চেক করে থাকেন। কখনো কোনো মেসেজ পড়ার জন্য বা কখনো কোনো জরুরি ই–মেইল এসেছে কি না তা দেখার জন্য তাঁরা ফোন আনলক না করেই ফোন চেক করে থাকেন।
স্মার্টফোন আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠলেও এর ওপর নির্ভরশীলতা প্রজন্ম ভেদে ভিন্ন। এক জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে জেনারেশন জেডের স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে গড়ে ৭৯ বার তাদের ফোনটি আনলক করেন।
২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের স্ট্যাটিস্টা রিসার্চ সার্ভিস মানুষের মোবাইল ফোন আনলক করার অভ্যাসের ওপর একটি জরিপ চালায়। এ জরিপে প্রজন্ম ভেদে মানুষের মোবাইল ফোন আনলক করার অভ্যাসের বিষয়টি উঠে আসে।
জরিপ অনুসারে, দিনে সবচেয়ে বেশিবার নিজের ফোন আনলক করেন জেনারেশন জেডের স্মার্টফোন ব্যবহারকারীরা। অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে তারা দিনে গড়ে ৭৯ বার নিজের মোবাইল ফোন আনলক করে থাকেন। অর্থাৎ দৈনিক এতবার তাঁরা ফোনের স্ক্রিনের দিকে তাকান।
এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিলেনিয়ালরা। ১৯৮০ থেকে ১৯৯৭ সালের মধ্যে জন্মানো এ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে গড়ে ৬৩ বার নিজের ফোন আনলক করে থাকেন। এরপর জেনারেশন এক্স (১৯৬৫–১৯৮০) দিনে গড়ে ৪৯ বার ও জেনারেশন বেবি বুমার (১৯৪৬–১৯৬৪) ৩০ বার ফোন আনলক করেন।
আর সবচেয়ে কম সংখ্যকবার মোবাইল ফোন আনলক করেন সাইলেন্ট জেনারেশনের ব্যবহারকারীরা। অর্থাৎ যাদের জন্ম ১৯২৮ থেকে ১৯৪৫ সালের মধ্যে তাঁরা দিনে গড়ে ১৮ বার ফোন আনলক করেন।
এ জরিপে ডিসপ্লে অন করা ছাড়াই বিভিন্ন নোটিফিকেশন দেখার জন্য ফোনের দিকে তাকানোর অভ্যাস বিবেচনায় নেওয়া হয়নি।
এর আগে ২০১৬ সালের এপ্রিলে এক জরিপে উঠে আসে, অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা দিনে গড়ে ৮০ বার নিজের ফোন আনলক করেন। ২০১৩ সালে ইন্টারনেট ট্রেন্ডের এক প্রতিবেদনে বলা হয়, মানুষ দিনে অন্তত ১৫০ বার নিজের ফোন চেক করে থাকেন। এর মধ্যে ব্যবহারকারীরা প্রায়ই ফোন আনলক করা ছাড়াই লকস্ক্রিনের ওপর ভেসে থাকা নোটিফিকেশন চেক করে থাকেন। কখনো কোনো মেসেজ পড়ার জন্য বা কখনো কোনো জরুরি ই–মেইল এসেছে কি না তা দেখার জন্য তাঁরা ফোন আনলক না করেই ফোন চেক করে থাকেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১৬ ঘণ্টা আগে