অনলাইন ডেস্ক
অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৩ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৩ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৬ ঘণ্টা আগে