অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
অজ্ঞাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এই চুক্তির আওতায় স্যামসাং চিপ নির্মাণ করবে ওই কোম্পানির জন্য। চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
৩ ঘণ্টা আগেইউটিউব একটি বিশাল ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয়। তবে শুধু ভিডিও আপলোড করলেই কাজ হয় না, দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে ভিডিওর ডেসক্রিপশন ঠিকঠাক ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। ডেসক্রিপশন হলো ভিডিওর নিচে থাকা একটি লেখা, যা ভিডিওর বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তথ্য, লিংকসহ
৫ ঘণ্টা আগেটিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
১৫ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২১ ঘণ্টা আগে