অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
চীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১০ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
১৭ ঘণ্টা আগে