আজকের পত্রিকা ডেস্ক
অজ্ঞাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এই চুক্তির আওতায় স্যামসাং চিপ নির্মাণ করবে ওই কোম্পানির জন্য। চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
স্যামসাং এক বিবৃতিতে জানায়, গত শনিবার (২৬ জুলাই) এই চুক্তি সই হয়েছে। এটি একটি কনট্র্যাক্ট চিপ ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত চুক্তি। তবে, ২০৩৩ সালে চুক্তি শেষ হওয়ার আগে চুক্তির বিস্তারিত তথ্য, যেমন—প্রতিপক্ষ কোম্পানির নাম বা শর্তাবলি ইত্যাদি প্রকাশ করা হবে না।
চিপ তৈরির এই চুক্তি এমন সময় হলো, যখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনের দৌড়ে পিছিয়ে পড়েছে স্যামসাং। এ জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি এবং শেয়ারমূল্যও কমেছে।
স্যামসাংয়ের ফাউন্ড্রি বা চিপ ব্যবসার গ্রাহকদের মধ্যে টেসলা ও কোয়ালকমের নাম রয়েছে। অন্যদিকে, বড় প্রতিদ্বন্দ্বী টিএসএমসির গ্রাহকদের তালিকায় রয়েছে অ্যাপল ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান।
এই বড় অর্ডার আসার সময়টিও তাৎপর্যপূর্ণ। দক্ষিণ কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চিপ ও জাহাজ নির্মাণ খাতে অংশীদারত্ব গড়ার চেষ্টা চালাচ্ছে। কারণ, সম্ভাব্য ২৫ শতাংশ মার্কিন শুল্ক এড়াতে শেষ মুহূর্তে চেষ্টা করছে দেশটি।
তবে চুক্তিটি স্যামসাংয়ের টেক্সাসে নতুন কারখানার উৎপাদন পরিকল্পনায় কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, টেক্সাসের কারখানাটি বড় কোনো গ্রাহক না পাওয়ায় এর উৎপাদন বিলম্বিত হচ্ছে।
বিএনকে ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক লি মিন-হি বলেন, স্যামসাং বর্তমানে তাদের সর্বাধুনিক ২-ন্যানোমিটার প্রযুক্তির উৎপাদন সফলভাবে বাড়ানোর চেষ্টা করছে। তবে এই অর্ডারের আওতায় তৈরি চিপগুলোতে স্যামসাংয়ের এই প্রযুক্তি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কম।
বিশ্লেষকদের মতে, চিপ নির্মাণের প্রতিযোগিতায় টিএসএমসির কাছে বাজার হারিয়ে ফেলছে স্যামসাং। উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে দক্ষতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে থাকায় অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় গ্রাহকদের টিএসএমসি থেকে নিজেদের দিকে টানতে পারছে না তারা।
তথ্যসূত্র: রয়টার্স
অজ্ঞাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এই চুক্তির আওতায় স্যামসাং চিপ নির্মাণ করবে ওই কোম্পানির জন্য। চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
স্যামসাং এক বিবৃতিতে জানায়, গত শনিবার (২৬ জুলাই) এই চুক্তি সই হয়েছে। এটি একটি কনট্র্যাক্ট চিপ ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত চুক্তি। তবে, ২০৩৩ সালে চুক্তি শেষ হওয়ার আগে চুক্তির বিস্তারিত তথ্য, যেমন—প্রতিপক্ষ কোম্পানির নাম বা শর্তাবলি ইত্যাদি প্রকাশ করা হবে না।
চিপ তৈরির এই চুক্তি এমন সময় হলো, যখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনের দৌড়ে পিছিয়ে পড়েছে স্যামসাং। এ জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি এবং শেয়ারমূল্যও কমেছে।
স্যামসাংয়ের ফাউন্ড্রি বা চিপ ব্যবসার গ্রাহকদের মধ্যে টেসলা ও কোয়ালকমের নাম রয়েছে। অন্যদিকে, বড় প্রতিদ্বন্দ্বী টিএসএমসির গ্রাহকদের তালিকায় রয়েছে অ্যাপল ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান।
এই বড় অর্ডার আসার সময়টিও তাৎপর্যপূর্ণ। দক্ষিণ কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চিপ ও জাহাজ নির্মাণ খাতে অংশীদারত্ব গড়ার চেষ্টা চালাচ্ছে। কারণ, সম্ভাব্য ২৫ শতাংশ মার্কিন শুল্ক এড়াতে শেষ মুহূর্তে চেষ্টা করছে দেশটি।
তবে চুক্তিটি স্যামসাংয়ের টেক্সাসে নতুন কারখানার উৎপাদন পরিকল্পনায় কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, টেক্সাসের কারখানাটি বড় কোনো গ্রাহক না পাওয়ায় এর উৎপাদন বিলম্বিত হচ্ছে।
বিএনকে ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক লি মিন-হি বলেন, স্যামসাং বর্তমানে তাদের সর্বাধুনিক ২-ন্যানোমিটার প্রযুক্তির উৎপাদন সফলভাবে বাড়ানোর চেষ্টা করছে। তবে এই অর্ডারের আওতায় তৈরি চিপগুলোতে স্যামসাংয়ের এই প্রযুক্তি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কম।
বিশ্লেষকদের মতে, চিপ নির্মাণের প্রতিযোগিতায় টিএসএমসির কাছে বাজার হারিয়ে ফেলছে স্যামসাং। উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে দক্ষতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে থাকায় অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় গ্রাহকদের টিএসএমসি থেকে নিজেদের দিকে টানতে পারছে না তারা।
তথ্যসূত্র: রয়টার্স
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
২ দিন আগে