Ajker Patrika

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে এআই চিপ তৈরি করছে চীনের হুয়াওয়ে

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১: ৫৭
ছবি: রয়টার্সের সৌজন্যে
ছবি: রয়টার্সের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস আগামী মাস থেকে নিজস্ব উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ৯১০সি-এর উৎপাদন শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, কিছু চিপের চালান ইতিমধ্যে গ্রাহকদের কাছে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ। কিন্তু চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এনভিডিয়াকে জানিয়ে দিয়েছে, এইচ২০ চিপ বিক্রির জন্য এখন থেকে রপ্তানি লাইসেন্সের প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট দুটি সূত্র ও চিপটির ডিজাইন সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, হুয়াওয়ের ৯১০সি চিপটিতে প্রযুক্তিগত উদ্ভাবনের চেয়ে স্থাপত্যিক বিবর্তন (architectural evolution) বেশি। তারা বলেছে, উন্নত ইন্টিগ্রেশন কৌশল ব্যবহার করে দুটি ৯১০বি প্রসেসরকে একটি প্যাকেজে একত্র করে এমন একটি চিপ তৈরি করা হয়েছে, যা এনভিডিয়ার এইচ১০০ চিপের সমান পারফরম্যান্স দেবে।

এর মানে হলো, ৯১০সি চিপটির কম্পিউটিং ক্ষমতা ও মেমরি ধারণক্ষমতা ৯১০বি-এর দ্বিগুণ। এ ছাড়া এতে কিছু ক্রমবর্ধমান উন্নতিও রয়েছে, যার মধ্যে বিভিন্ন এআই ওয়ার্কলোডের ডেটার জন্য উন্নত সমর্থন উল্লেখযোগ্য।

তবে এসব সূত্রের কোনোটিই মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত ছিল না এবং তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। হুয়াওয়ে ৯১০সি চিপের চালান পরিকল্পনা ও এর সক্ষমতা-সম্পর্কিত আলোচনাকে জল্পনা আখ্যা দিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চীনের প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে, সামরিক খাতের অগ্রগতি সীমিত করার লক্ষ্যে ওয়াশিংটন এনভিডিয়ার ফ্ল্যাগশিপ বি২০০ চিপসহ সবচেয়ে উন্নত এআই পণ্যগুলো থেকে চীনকে বিচ্ছিন্ন করেছে। উদাহরণস্বরূপ, এইচ১০০ চিপটি ২০২২ সালে বাজারে আসার আগেই মার্কিন কর্তৃপক্ষ চীনে এর বিক্রি নিষিদ্ধ করেছিল।

এর ফলে হুয়াওয়ে ও অন্যান্য চীনা জিপিইউ স্টার্টআপ কোম্পানি (যেমন Moore Threads, Iluvatar CoreX) যারা মূলত এনভিডিয়ার দখলে থাকা বাজারের অংশীদার হতে চাচ্ছিল, তারা এখন সুযোগ পাচ্ছে।

কনসালটিং ফার্ম অ্যালব্রাইট স্টোনব্রিজ গ্রুপের অংশীদার পল ট্রিওলো বলেছেন, এনভিডিয়ার এইচ২০ চিপের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের সর্বশেষ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করার অর্থ হলো, এখন থেকে হুয়াওয়ের অ্যাসেন্ট ৯১০সি জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) চীনের এআই মডেল ডেভেলপার ও ইনফারেন্স ক্ষমতা স্থাপনের জন্য ‘পছন্দের হার্ডওয়্যার’ হয়ে উঠবে।

সূত্রগুলো জানিয়েছে, গত বছরের শেষ দিকে হুয়াওয়ে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে ৯১০সি চিপের নমুনা বিতরণ করে এবং অর্ডার নেওয়া শুরু করে। রয়টার্স অবশ্য নিশ্চিত হতে পারেনি কোন কোম্পানিগুলো প্রাথমিকভাবে ৯১০সি উৎপাদন করবে।

এর আগে একটি সূত্র জানিয়েছিল, চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) তাদের এন+২ সেভেন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি ব্যবহার করে কিছু প্রধান উপাদান তৈরি করছে, যদিও তাদের চিপ উৎপাদনের হার কম।

একটি সূত্র ও সংশ্লিষ্ট একজন ব্যক্তি জানিয়েছেন, হুয়াওয়ের কিছু ৯১০সি জিপিইউতে যে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, সেগুলো টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি) চীনের সফগো (Sophgo) কোম্পানির জন্য তৈরি করেছিল। এ বিষয়েও মার্কিন বাণিজ্য বিভাগ তদন্ত করছে। কারণ, ৯১০বি প্রসেসরে টিএসএমসি নির্মিত একটি চিপ পাওয়া গিয়েছিল।

ভার্জিনিয়ার আর্লিংটনে RAND–এর প্রযুক্তি ও নিরাপত্তা এবং নীতি কেন্দ্রের গবেষক লেনার্ট হাইম চীনের এআই উন্নয়নের ওপর নজর রাখছেন। তাঁর মতে, টিএসএমসি সাম্প্রতিক বছরগুলোতে সফগোর অর্ডার করা ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রায় ৩০ লাখ চিপ তৈরি করেছে।

তবে হুয়াওয়ে আবারও দৃঢ়ভাবে জানিয়েছে, তারা টিএসএমসি নির্মিত সফগো চিপ ব্যবহার করেনি। এ বিষয়ে সফগো রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। টিএসএমসি জানিয়েছে, তারা বিধিমালা মেনে চলে এবং ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হুয়াওয়েকে কোনো চিপ সরবরাহ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত