Ajker Patrika

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের ৬ শতাধিক কর্মী ছাঁটাই করছে অ্যাপল 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৪: ৩৫
বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের ৬ শতাধিক কর্মী ছাঁটাই করছে অ্যাপল 

বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাদ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে ৬০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করছে অ্যাপল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কোম্পানিটি এ সপ্তাহে গণছাঁটাইয়ের জন্য ৬০ দিনের নোটিশ দিয়েছে। 

তালিকাভুক্ত কর্মচারীরা ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার আশপাশে অ্যাপলের বেশ কয়েকটি ভবনে কাজ করেন। এসব ভবন অ্যাপলের কিউপারটিনো সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত। 

বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, এসব জায়গায় বেশ কয়েকটি ভবন অতীতে অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। তাই বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্তের সঙ্গে ছাঁটাইগুলো সম্পর্কিত হতে পারে। 

আনুষ্ঠানিকভাবে মার্চ মাসে বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করে অ্যাপল। সেই সময়ে এই প্রকল্পে কর্মরত প্রায় ২ হাজার কর্মীকে প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল। এদের মধ্যে কয়েকজনকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কাজ করার জন্য জন জিয়ানান্দ্রিয়ার আওতায় ও অন্যান্য প্রাসঙ্গিক বিভাগে সরানোর প্রক্রিয়া শুরু করেছিল। 

আর বাকি কর্মীদের কোম্পানিটির অভ্যন্তরে অন্যান্য পদে আবেদন করার জন্য ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। তবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য হার্ডওয়্যার ও গাড়ি ডিজাইনারদের নিয়োগ দিয়েছিল অ্যাপল। তাই কোম্পানিটির অন্যান্য প্রকল্পে কাজ করার জন্য এসব কর্মীর পর্যাপ্ত দক্ষতা নেই। 

সম্প্রতি মাইক্রোএলইডি ডিসপ্লে তৈরির প্রকল্পও বাদ দেয় অ্যাপল। এসব প্রকল্প বাদ দেওয়ার কারণেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে অ্যাপল। 

তবে বিভিন্ন তথ্যসূত্র বলছে, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্প বাদ দিয়ে ঘরে ব্যবহারের জন্য বা হোম রোবট তৈরি করার কাজে হাত দিয়েছে অ্যাপল। কোম্পানিটির প্রকৌশলীরা এমন এক রোবট তৈরি করার চেষ্টা করছে, যা ব্যবহারকারীর অনুসরণ করে পাশেপাশে থাকবে। ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে রোবটিকে নিয়ন্ত্রণ করা যাবে। 

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত