অনলাইন ডেস্ক
বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাদ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে ৬০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করছে অ্যাপল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কোম্পানিটি এ সপ্তাহে গণছাঁটাইয়ের জন্য ৬০ দিনের নোটিশ দিয়েছে।
তালিকাভুক্ত কর্মচারীরা ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার আশপাশে অ্যাপলের বেশ কয়েকটি ভবনে কাজ করেন। এসব ভবন অ্যাপলের কিউপারটিনো সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত।
বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, এসব জায়গায় বেশ কয়েকটি ভবন অতীতে অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। তাই বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্তের সঙ্গে ছাঁটাইগুলো সম্পর্কিত হতে পারে।
আনুষ্ঠানিকভাবে মার্চ মাসে বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করে অ্যাপল। সেই সময়ে এই প্রকল্পে কর্মরত প্রায় ২ হাজার কর্মীকে প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল। এদের মধ্যে কয়েকজনকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কাজ করার জন্য জন জিয়ানান্দ্রিয়ার আওতায় ও অন্যান্য প্রাসঙ্গিক বিভাগে সরানোর প্রক্রিয়া শুরু করেছিল।
আর বাকি কর্মীদের কোম্পানিটির অভ্যন্তরে অন্যান্য পদে আবেদন করার জন্য ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। তবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য হার্ডওয়্যার ও গাড়ি ডিজাইনারদের নিয়োগ দিয়েছিল অ্যাপল। তাই কোম্পানিটির অন্যান্য প্রকল্পে কাজ করার জন্য এসব কর্মীর পর্যাপ্ত দক্ষতা নেই।
সম্প্রতি মাইক্রোএলইডি ডিসপ্লে তৈরির প্রকল্পও বাদ দেয় অ্যাপল। এসব প্রকল্প বাদ দেওয়ার কারণেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে অ্যাপল।
তবে বিভিন্ন তথ্যসূত্র বলছে, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্প বাদ দিয়ে ঘরে ব্যবহারের জন্য বা হোম রোবট তৈরি করার কাজে হাত দিয়েছে অ্যাপল। কোম্পানিটির প্রকৌশলীরা এমন এক রোবট তৈরি করার চেষ্টা করছে, যা ব্যবহারকারীর অনুসরণ করে পাশেপাশে থাকবে। ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে রোবটিকে নিয়ন্ত্রণ করা যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাদ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে ৬০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করছে অ্যাপল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কোম্পানিটি এ সপ্তাহে গণছাঁটাইয়ের জন্য ৬০ দিনের নোটিশ দিয়েছে।
তালিকাভুক্ত কর্মচারীরা ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার আশপাশে অ্যাপলের বেশ কয়েকটি ভবনে কাজ করেন। এসব ভবন অ্যাপলের কিউপারটিনো সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত।
বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, এসব জায়গায় বেশ কয়েকটি ভবন অতীতে অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। তাই বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্তের সঙ্গে ছাঁটাইগুলো সম্পর্কিত হতে পারে।
আনুষ্ঠানিকভাবে মার্চ মাসে বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করে অ্যাপল। সেই সময়ে এই প্রকল্পে কর্মরত প্রায় ২ হাজার কর্মীকে প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল। এদের মধ্যে কয়েকজনকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কাজ করার জন্য জন জিয়ানান্দ্রিয়ার আওতায় ও অন্যান্য প্রাসঙ্গিক বিভাগে সরানোর প্রক্রিয়া শুরু করেছিল।
আর বাকি কর্মীদের কোম্পানিটির অভ্যন্তরে অন্যান্য পদে আবেদন করার জন্য ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। তবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য হার্ডওয়্যার ও গাড়ি ডিজাইনারদের নিয়োগ দিয়েছিল অ্যাপল। তাই কোম্পানিটির অন্যান্য প্রকল্পে কাজ করার জন্য এসব কর্মীর পর্যাপ্ত দক্ষতা নেই।
সম্প্রতি মাইক্রোএলইডি ডিসপ্লে তৈরির প্রকল্পও বাদ দেয় অ্যাপল। এসব প্রকল্প বাদ দেওয়ার কারণেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে অ্যাপল।
তবে বিভিন্ন তথ্যসূত্র বলছে, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্প বাদ দিয়ে ঘরে ব্যবহারের জন্য বা হোম রোবট তৈরি করার কাজে হাত দিয়েছে অ্যাপল। কোম্পানিটির প্রকৌশলীরা এমন এক রোবট তৈরি করার চেষ্টা করছে, যা ব্যবহারকারীর অনুসরণ করে পাশেপাশে থাকবে। ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে রোবটিকে নিয়ন্ত্রণ করা যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৩ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে