প্রযুক্তি ডেস্ক
একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।
একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে