প্রযুক্তি ডেস্ক
একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।
একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে