Ajker Patrika

ইউক্রেনের সেনাদের ব্যক্তিগত ইমেইল হ্যাকারদের লক্ষ্যবস্তু 

প্রযুক্তি ডেস্ক
ইউক্রেনের সেনাদের ব্যক্তিগত ইমেইল হ্যাকারদের লক্ষ্যবস্তু 

ইউক্রেনের সেনা সদস্যদের ব্যক্তিগত ইমেইল বেলারুশের হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমনটাই দাবি করছেন ইউক্রেনের সাইবার নিরাপত্তা কর্মকর্তারা। 

ইউক্রেনের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘পাসওয়ার্ড চুরির জন্য এক ধরনের ইমেইল ইউক্রেনীয় সেনাদের ইমেইল অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যার মাধ্যমে সকল ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নেওয়া যায়।’ 

আর এ জন্য ‘ইউএনসি ১১৫১’ নামের একটি হ্যাকিং গ্রুপকে দায়ী করেছে সিইআরটি। যারা বেলারুশের মিনস্ক ভিত্তিক সামরিক বাহিনীর কর্মকর্তা বলে তাদের ধারণা। যদিও লন্ডনে বেলারুশ দূতাবাস এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনের সময় সাইবার হামলায় বিপর্যস্ত ছিল ইউক্রেনের সব ধরনের ডিজিটাল পরিষেবা। চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনে দফায় দফায় সাইবার হামলায় রাশিয়া ও বেলারুশ সম্মিলিত ভাবে সাইবার স্পেসের অপব্যবহার করে থাকতে পারে বলে ধারণা পশ্চিমা সাইবার নিরাপত্তা গবেষকদের। 

জনমতকে প্রভাবিত করার জন্য সংবেদনশীল তথ্য চুরি এবং তা ফাঁস করার জন্য বেশ পরিচিত ইউএনসি–১১৫১। এ হ্যাকার গ্রুপটি এর আগে ন্যাটো জোটকে লক্ষ্য করে সাইবার হামলার চেষ্টা চালিয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত