গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন কলের ফিচার আগেই এসেছে। দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল দুই বছর আগেই এই ফিচার নিয়ে এসেছে। এবার ফিচারটি স্যামসাংয়ের স্মার্টফোনেও আসছে বলে জানিয়েছে একাধিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল।
এই ফিচারের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ডিভাইসটি নিজে থেকেই শনাক্ত করে, স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন করবে। স্যামসাংয়ের দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল পিক্সেল ৮ এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে দুই বছর আগেই এই ফিচার নিয়ে আসে।
এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এ ‘কার ক্র্যাশ ডিটেক্ট ওয়েকআপ’ সেন্সর দেখা গিয়েছে। এই ফিচারে একই সঙ্গে কয়েকটি সেন্সর যুক্ত রয়েছে। এতে রয়েছে একটি ভার্চুয়াল সেন্সর যা ডেটা প্রসেসিংয়ে সাহায্য করে। আর ফিজিক্যাল সেন্সর হিসেবে রয়েছে জায়রোস্কোপ ও এক্সেলেরোমিটার। সেন্সরগুলো সম্ভাব্য গাড়ি দুর্ঘটনার খবর রিপোর্ট করতে পারে।
কার ডিটেকশন ফিচারটি অন্যান্য গ্যালাক্সি ডিভাইসে দেখা যায়নি। এটি সিস্টেম অ্যাপে লুকানো একটি কোড।
এক্স প্ল্যাটফর্মে প্রযুক্তি বিশ্লেষক মিশেল রাহমানের মতে, স্যামসাংয়ের দামি ফোনের মডেলে পাওয়া যাবে ফিচারটি। সেগুলো হলো—গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫। যেহেতু ওয়ান ইউআই ৬.১ এর ইউজার ইন্টারফেসে এই ফিচার নেই, তাই ওয়ান ইউআই ৭.০ আপডেটের মাধ্যমে ফিচারটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দমকলবাহিনী, হাসপাতাল ও পুলিশের সঙ্গে গ্রাহকের অবস্থান শেয়ার করার অপশন রয়েছে গুগলের পিক্সেল স্মার্টফোনে। তবে এটি এখনো পুরোপুরি স্পষ্ট নয় কবে নাগাদ ফিচারটি আসবে।
এর আগে পিক্সেল ৮ ফোনের মাধ্যমে গুগল এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে অ্যাপল দুই বছর আগে ‘কার ক্র্যাশ ডিটেকশন ফিচার’ এনেছে।
গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন কলের ফিচার আগেই এসেছে। দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল দুই বছর আগেই এই ফিচার নিয়ে এসেছে। এবার ফিচারটি স্যামসাংয়ের স্মার্টফোনেও আসছে বলে জানিয়েছে একাধিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল।
এই ফিচারের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ডিভাইসটি নিজে থেকেই শনাক্ত করে, স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন করবে। স্যামসাংয়ের দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল পিক্সেল ৮ এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে দুই বছর আগেই এই ফিচার নিয়ে আসে।
এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এ ‘কার ক্র্যাশ ডিটেক্ট ওয়েকআপ’ সেন্সর দেখা গিয়েছে। এই ফিচারে একই সঙ্গে কয়েকটি সেন্সর যুক্ত রয়েছে। এতে রয়েছে একটি ভার্চুয়াল সেন্সর যা ডেটা প্রসেসিংয়ে সাহায্য করে। আর ফিজিক্যাল সেন্সর হিসেবে রয়েছে জায়রোস্কোপ ও এক্সেলেরোমিটার। সেন্সরগুলো সম্ভাব্য গাড়ি দুর্ঘটনার খবর রিপোর্ট করতে পারে।
কার ডিটেকশন ফিচারটি অন্যান্য গ্যালাক্সি ডিভাইসে দেখা যায়নি। এটি সিস্টেম অ্যাপে লুকানো একটি কোড।
এক্স প্ল্যাটফর্মে প্রযুক্তি বিশ্লেষক মিশেল রাহমানের মতে, স্যামসাংয়ের দামি ফোনের মডেলে পাওয়া যাবে ফিচারটি। সেগুলো হলো—গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫। যেহেতু ওয়ান ইউআই ৬.১ এর ইউজার ইন্টারফেসে এই ফিচার নেই, তাই ওয়ান ইউআই ৭.০ আপডেটের মাধ্যমে ফিচারটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দমকলবাহিনী, হাসপাতাল ও পুলিশের সঙ্গে গ্রাহকের অবস্থান শেয়ার করার অপশন রয়েছে গুগলের পিক্সেল স্মার্টফোনে। তবে এটি এখনো পুরোপুরি স্পষ্ট নয় কবে নাগাদ ফিচারটি আসবে।
এর আগে পিক্সেল ৮ ফোনের মাধ্যমে গুগল এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে অ্যাপল দুই বছর আগে ‘কার ক্র্যাশ ডিটেকশন ফিচার’ এনেছে।
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৮ মিনিট আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৮ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগে