অনলাইন ডেস্ক
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের নিয়ে করা এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, তাঁদের প্রায় তিন-চতুর্থাংশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের ব্যবসায় এআই প্রযুক্তিকে মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত জীবনে সহজ করতে এটি ব্যবহার করছেন।
ফোর্বস ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নতুন একাধিক এআইভিত্তিক উদ্যোক্তা স্থান পেয়েছেন। তবে এআই ঘিরে প্রতিক্রিয়া সবার এক রকম নয়। যেমন—লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান নিজের একটি এআই সংস্করণ তৈরি করে সেটির সঙ্গে আলোচনাও করেছেন, যার শিরোনাম ছিল ‘মি, মাইসেল্ফ অ্যান্ড আই (এআই)’। তবে কেউ কেউ এআই নিয়ে সতর্ক করেছেন। ধনকুবের ওয়ারেন বাফেট এই প্রযুক্তিকে ‘বোতল থেকে বেরিয়ে আসা দৈত্য’ বলেই অভিহিত করেছেন। এটি তাঁকে ‘ভয় পাইয়ে দেয়’ বলে তিনি জানান।
তবে অধিকাংশ ধনকুবের আসলে কোন অবস্থানে রয়েছেন—এই প্রশ্নের উত্তর খুঁজতে ফোর্বস একটি সমীক্ষা চালায়। বিশ্বজুড়ে ফোর্বসের তালিকাভুক্ত ধনকুবেরদের মধ্যে ৪৫ জন এতে অংশ নেন। গড় বয়স ছিল ৬৬ বছর। তাঁদের অনেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
ফোর্বসের জরিপে ৪৫ জন ধনী ব্যক্তির মধ্যে ৬৫ শতাংশ বলেছেন, তারা ব্যক্তিগত জীবনে এআই ব্যবহার করেন, আর ৭৭ শতাংশ তাদের ব্যবসায় এআইকে কাজে লাগান। গরুপনের সহপ্রতিষ্ঠাতা এবং টেম্পাসএআই কোম্পানির প্রধান এরিক লেফকফস্কি জানান, তিনি দিনে পাঁচবার চ্যাটজিপিটি ব্যবহার করেন এবং তার কোম্পানি গত কয়েক বছর ধরেই ‘জেনারেটিভ এআই ফার্স্ট’ নীতিতে পরিচালিত হচ্ছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৭ জন জানান, তাঁরা এআই চ্যাটবট ব্যবহার করেন। আর ২৩ জন স্পষ্ট করে বলেন, তাঁরা চ্যাটজিপিটি ব্যবহার করেন।
বিল গেটসের ২০২৩ সালের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী পাঁচ বছরে প্রত্যেকে এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করবেন বলে মনে করা হচ্ছে, জরিপে ১২ জন ধনী ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন।
টেলিকম সেক্টরের ব্যবসায়ী রব হেল, ভারতীয় অটো পার্টস ব্যবসায়ী অনুরাগ জৈন, ফ্রান্সের লজিস্টিকস ব্যবসায়ী এরিক হেমার, ফ্লোরিডার রিয়েল এস্টেট ডেভেলপার ডেভিড হফম্যান এবং কোচ কোম্পানির কো-সিইও চার্লস কোচ রোবটিক্স ব্যবসায় ব্যবহারের কথা জানিয়েছেন। এ ছাড়া, আমাজনের জেফ বেজোস, এনভিডিয়ার জেনসেন হুয়াংসহ অনেক শীর্ষ ধনী রোবট ও এআই প্রযুক্তির মাধ্যমে তাঁদের ব্যবসা পরিচালনা করছেন।
তবে কয়েকজন ধনকুবের এআই ব্যবহার করেন খুব ব্যতিক্রমীভাবে। যেমন—মেডটেক উদ্যোক্তা জো কিয়ানি এআই ব্যবহার করেন খাবারের ছবি বিশ্লেষণের জন্য। কেউ কেউ জানান, তাঁরা এআই ব্যবহার করেন চুক্তি বিশ্লেষণ, বিনিয়োগের সারাংশ তৈরি বা বিভিন্ন প্রবন্ধ সারসংক্ষেপ তৈরির কাজে।
তবে সবার মনোভাব এক নয়। ওয়ারেন বাফেটের মতো আরও ৯ জন ধনকুবের বলেছেন, তাঁরা তাঁদের ব্যবসায় এআই ব্যবহার করেন না। এই তালিকায় রয়েছেন আর্থিক খাতের স্টিফেন স্মিথ, গাড়ি ব্যবসায়ী নরম্যান ব্রামান, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা, আবাসন ব্যবসায়ী প্যাট্রিক নিল এবং আরও পাঁচজন নাম প্রকাশ না করা ধনকুবের। প্যাট্রিক নিল ফোর্বসকে বলেন, ‘একটা বাড়ি হলো ছোঁয়া যায় এমন কিছু। আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থাপত্যে কিছু রেখে যেতে চাই।’
বিশ্বের ধনী ব্যক্তিদের এআই গ্রহণের এই প্রবণতা আগামী দিনে ব্যবসায় ও প্রযুক্তিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
তথ্যসূত্র: ফোর্বস
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের নিয়ে করা এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, তাঁদের প্রায় তিন-চতুর্থাংশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের ব্যবসায় এআই প্রযুক্তিকে মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত জীবনে সহজ করতে এটি ব্যবহার করছেন।
ফোর্বস ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নতুন একাধিক এআইভিত্তিক উদ্যোক্তা স্থান পেয়েছেন। তবে এআই ঘিরে প্রতিক্রিয়া সবার এক রকম নয়। যেমন—লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান নিজের একটি এআই সংস্করণ তৈরি করে সেটির সঙ্গে আলোচনাও করেছেন, যার শিরোনাম ছিল ‘মি, মাইসেল্ফ অ্যান্ড আই (এআই)’। তবে কেউ কেউ এআই নিয়ে সতর্ক করেছেন। ধনকুবের ওয়ারেন বাফেট এই প্রযুক্তিকে ‘বোতল থেকে বেরিয়ে আসা দৈত্য’ বলেই অভিহিত করেছেন। এটি তাঁকে ‘ভয় পাইয়ে দেয়’ বলে তিনি জানান।
তবে অধিকাংশ ধনকুবের আসলে কোন অবস্থানে রয়েছেন—এই প্রশ্নের উত্তর খুঁজতে ফোর্বস একটি সমীক্ষা চালায়। বিশ্বজুড়ে ফোর্বসের তালিকাভুক্ত ধনকুবেরদের মধ্যে ৪৫ জন এতে অংশ নেন। গড় বয়স ছিল ৬৬ বছর। তাঁদের অনেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
ফোর্বসের জরিপে ৪৫ জন ধনী ব্যক্তির মধ্যে ৬৫ শতাংশ বলেছেন, তারা ব্যক্তিগত জীবনে এআই ব্যবহার করেন, আর ৭৭ শতাংশ তাদের ব্যবসায় এআইকে কাজে লাগান। গরুপনের সহপ্রতিষ্ঠাতা এবং টেম্পাসএআই কোম্পানির প্রধান এরিক লেফকফস্কি জানান, তিনি দিনে পাঁচবার চ্যাটজিপিটি ব্যবহার করেন এবং তার কোম্পানি গত কয়েক বছর ধরেই ‘জেনারেটিভ এআই ফার্স্ট’ নীতিতে পরিচালিত হচ্ছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৭ জন জানান, তাঁরা এআই চ্যাটবট ব্যবহার করেন। আর ২৩ জন স্পষ্ট করে বলেন, তাঁরা চ্যাটজিপিটি ব্যবহার করেন।
বিল গেটসের ২০২৩ সালের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী পাঁচ বছরে প্রত্যেকে এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করবেন বলে মনে করা হচ্ছে, জরিপে ১২ জন ধনী ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন।
টেলিকম সেক্টরের ব্যবসায়ী রব হেল, ভারতীয় অটো পার্টস ব্যবসায়ী অনুরাগ জৈন, ফ্রান্সের লজিস্টিকস ব্যবসায়ী এরিক হেমার, ফ্লোরিডার রিয়েল এস্টেট ডেভেলপার ডেভিড হফম্যান এবং কোচ কোম্পানির কো-সিইও চার্লস কোচ রোবটিক্স ব্যবসায় ব্যবহারের কথা জানিয়েছেন। এ ছাড়া, আমাজনের জেফ বেজোস, এনভিডিয়ার জেনসেন হুয়াংসহ অনেক শীর্ষ ধনী রোবট ও এআই প্রযুক্তির মাধ্যমে তাঁদের ব্যবসা পরিচালনা করছেন।
তবে কয়েকজন ধনকুবের এআই ব্যবহার করেন খুব ব্যতিক্রমীভাবে। যেমন—মেডটেক উদ্যোক্তা জো কিয়ানি এআই ব্যবহার করেন খাবারের ছবি বিশ্লেষণের জন্য। কেউ কেউ জানান, তাঁরা এআই ব্যবহার করেন চুক্তি বিশ্লেষণ, বিনিয়োগের সারাংশ তৈরি বা বিভিন্ন প্রবন্ধ সারসংক্ষেপ তৈরির কাজে।
তবে সবার মনোভাব এক নয়। ওয়ারেন বাফেটের মতো আরও ৯ জন ধনকুবের বলেছেন, তাঁরা তাঁদের ব্যবসায় এআই ব্যবহার করেন না। এই তালিকায় রয়েছেন আর্থিক খাতের স্টিফেন স্মিথ, গাড়ি ব্যবসায়ী নরম্যান ব্রামান, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা, আবাসন ব্যবসায়ী প্যাট্রিক নিল এবং আরও পাঁচজন নাম প্রকাশ না করা ধনকুবের। প্যাট্রিক নিল ফোর্বসকে বলেন, ‘একটা বাড়ি হলো ছোঁয়া যায় এমন কিছু। আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থাপত্যে কিছু রেখে যেতে চাই।’
বিশ্বের ধনী ব্যক্তিদের এআই গ্রহণের এই প্রবণতা আগামী দিনে ব্যবসায় ও প্রযুক্তিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
তথ্যসূত্র: ফোর্বস
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো আয়োজন করেছে টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি প্রাঙ্গণে আজ বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক...
৬ ঘণ্টা আগেঅ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
১৪ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
১৬ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১৮ ঘণ্টা আগে