আজকের পত্রিকা ডেস্ক
সারা দেশে বিদ্যমান ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহ নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে গরমের দাপট অব্যাহত থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশেই দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষ করে খুলনা বিভাগসহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
সপ্তাহের দিনভিত্তিক পূর্বাভাস
সোমবার (৯ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশেই তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন): এই দিনে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১১ জুন): বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর ফলে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (১২ জুন): সপ্তাহের শেষ ভাগে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তাপপ্রবাহের প্রভাব ও সতর্কতা
বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা জনজীবনে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়িয়ে তুলেছে। এ ধরনের পরিস্থিতিতে দীর্ঘক্ষণ রোদে থাকা থেকে বিরত থাকা, প্রচুর পানি পান করা এবং শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষ করে যাদের হিটস্ট্রোক, ডিহাইড্রেশন বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য এই সময়টা বাড়তি সতর্কতার দাবি রাখে। স্কুলগামী শিশু, কৃষিশ্রমিক ও খোলা জায়গায় কর্মরতদেরও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশে জুন মাস থেকেই বর্ষা মৌসুম শুরু হলেও, মৌসুমি বায়ুর দুর্বল অবস্থানের কারণে এখনো সারাদেশে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত শুরু হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে এবং এর ফলে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে। তবে এর আগে কয়েকদিন ভ্যাপসা গরম ও উচ্চ তাপমাত্রা সহ্য করতে হবে দেশবাসীকে।
সারা দেশে বিদ্যমান ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহ নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে গরমের দাপট অব্যাহত থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশেই দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষ করে খুলনা বিভাগসহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
সপ্তাহের দিনভিত্তিক পূর্বাভাস
সোমবার (৯ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশেই তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন): এই দিনে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১১ জুন): বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর ফলে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (১২ জুন): সপ্তাহের শেষ ভাগে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তাপপ্রবাহের প্রভাব ও সতর্কতা
বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা জনজীবনে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়িয়ে তুলেছে। এ ধরনের পরিস্থিতিতে দীর্ঘক্ষণ রোদে থাকা থেকে বিরত থাকা, প্রচুর পানি পান করা এবং শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষ করে যাদের হিটস্ট্রোক, ডিহাইড্রেশন বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য এই সময়টা বাড়তি সতর্কতার দাবি রাখে। স্কুলগামী শিশু, কৃষিশ্রমিক ও খোলা জায়গায় কর্মরতদেরও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশে জুন মাস থেকেই বর্ষা মৌসুম শুরু হলেও, মৌসুমি বায়ুর দুর্বল অবস্থানের কারণে এখনো সারাদেশে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত শুরু হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে এবং এর ফলে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে। তবে এর আগে কয়েকদিন ভ্যাপসা গরম ও উচ্চ তাপমাত্রা সহ্য করতে হবে দেশবাসীকে।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
৮ ঘণ্টা আগেঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৮ ঘণ্টা আগেদেশের অধিকাংশ এলাকাতেই আজ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া, দিন ও রাতের তাপমাত্রা কমারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে অধিদপ্তর।
১ দিন আগেআজ রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরমের তীব্রতা কমতে পারে।
১ দিন আগে