পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি।
পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে।
দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে।
গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে।
প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে।
ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।
পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি।
পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে।
দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে।
গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে।
প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে।
ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে