অনলাইন ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ।। হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ইনস্টল করে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে কি না তা খতিয়ে দেখা হবে এই তদন্তে।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ব্যবহারকারীদের সম্মতি ছাড়া হোয়াটসঅ্যাপে মেটা এআই সহকারী যুক্ত করায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
মেটা জানিয়েছে, তারা রোমভিত্তিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করছে এবং তাদের এআই সেবা ব্যবহারকারীদের উপকারে আসছে। মেটার এক মুখপাত্র ইমেইলে বলেন, ‘হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার বিনামূল্য ব্যবহারের সুযোগ দেওয়ার ফলে কোটি কোটি ইতালীয় এমন একটি প্ল্যাটফর্মে এআই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা তারা ইতিমধ্যেই চেনেন, বিশ্বাস করেন এবং ব্যবহার করতে জানেন।’
ইতালির অ্যান্ট্রিট্রাস্ট কর্তৃপক্ষ এজিসিএম জানিয়েছে, তারা ইউরোপীয় কমিশনের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালের মার্চ থেকে হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে মেটা এআই যুক্ত করা হয়েছে এবং এটি অ্যাপটির সার্চ বারে অন্তর্ভুক্ত রয়েছে।
ইতালির নিয়ন্ত্রক সংস্থাটির বলেছে, মেটা যখন তাদের এআই সহকারীকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দিয়েছে, তখন তারা এমন এক বাজারে প্রবেশ করেছে যেখানে ব্যবহারকারীরা স্বেচ্ছায় নয়, বরং বাধ্য হয়ে দুটি ভিন্ন পরিষেবা একসঙ্গে ব্যবহার করছে। এতে প্রতিযোগী অন্য প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ মেটা এখানে গুণগত প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং নিজেদের শক্ত অবস্থান ব্যবহার করে এগিয়ে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে, কোনো কোম্পানি যদি তার আধিপত্যপূর্ণ অবস্থান অপব্যবহার করে, তবে তাদের বিশ্বব্যাপী মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি বাজারে নিজের প্রভাবশালী অবস্থান অপব্যবহার করে, তাহলে তা নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ ধরনের লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী মোট বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ।। হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ইনস্টল করে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে কি না তা খতিয়ে দেখা হবে এই তদন্তে।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ব্যবহারকারীদের সম্মতি ছাড়া হোয়াটসঅ্যাপে মেটা এআই সহকারী যুক্ত করায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
মেটা জানিয়েছে, তারা রোমভিত্তিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করছে এবং তাদের এআই সেবা ব্যবহারকারীদের উপকারে আসছে। মেটার এক মুখপাত্র ইমেইলে বলেন, ‘হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার বিনামূল্য ব্যবহারের সুযোগ দেওয়ার ফলে কোটি কোটি ইতালীয় এমন একটি প্ল্যাটফর্মে এআই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা তারা ইতিমধ্যেই চেনেন, বিশ্বাস করেন এবং ব্যবহার করতে জানেন।’
ইতালির অ্যান্ট্রিট্রাস্ট কর্তৃপক্ষ এজিসিএম জানিয়েছে, তারা ইউরোপীয় কমিশনের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালের মার্চ থেকে হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে মেটা এআই যুক্ত করা হয়েছে এবং এটি অ্যাপটির সার্চ বারে অন্তর্ভুক্ত রয়েছে।
ইতালির নিয়ন্ত্রক সংস্থাটির বলেছে, মেটা যখন তাদের এআই সহকারীকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দিয়েছে, তখন তারা এমন এক বাজারে প্রবেশ করেছে যেখানে ব্যবহারকারীরা স্বেচ্ছায় নয়, বরং বাধ্য হয়ে দুটি ভিন্ন পরিষেবা একসঙ্গে ব্যবহার করছে। এতে প্রতিযোগী অন্য প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ মেটা এখানে গুণগত প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং নিজেদের শক্ত অবস্থান ব্যবহার করে এগিয়ে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে, কোনো কোম্পানি যদি তার আধিপত্যপূর্ণ অবস্থান অপব্যবহার করে, তবে তাদের বিশ্বব্যাপী মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি বাজারে নিজের প্রভাবশালী অবস্থান অপব্যবহার করে, তাহলে তা নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ ধরনের লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী মোট বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তায় দেশটির ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। একারণেই ভারত চীনকে টেক্কা দিতে পেরেছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।
১ ঘণ্টা আগেভূমিকম্প, ঘূর্ণিঝড় ও বন্যার মতো দুর্যোগে বা বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হলেও সচল থাকে অ্যামেচার রেডিও। যা হ্যাম রেডিও নামে পরিচিত।
১ ঘণ্টা আগেকিশোর–কিশোরীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিচ্ছে ইউটিউব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের জন্য উপযুক্ত কনটেন্ট দেখানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা কোম্পানি টেসলার জন্য লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তৈরি করবে দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উৎপাদক এলজি। এ জন্য ৪৩০ কোটি ডলারের চুক্তি করেছে কোম্পানি দুটি। চীনা আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর টেসলা তাদের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনতে এ পদক্ষেপ নিয়েছে...
৩ ঘণ্টা আগে