অনলাইন ডেস্ক
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বে প্রথম নিষেধাজ্ঞা দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হলো ইউটিউব। আলফাবেট মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং সাইটটিকে প্রথমে ছাড় দেওয়া হলেও সরকারের নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাতিল করা হয়েছে। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিজস্ব অ্যাকাউন্ট থাকা বেআইনি হবে। তবে অভিভাবক ও শিক্ষকেরা কিশোর-কিশোরীদের ভিডিও দেখাতে পারবেন।
একটি জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ অপ্রাপ্তবয়স্ক ইউটিউব ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা সাইটটিতে ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয়েছেন। এটি অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় সবচেয়ে খারাপ ফল।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আমি এর ইতি টানছি। আমাদের সন্তানেরা অনলাইন প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সামাজিক দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, অস্ট্রেলিয়ার সব অভিভাবক জানুক আমরা তাঁদের পাশে আছি।’
চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হলো এই সিদ্ধান্তের মাধ্যমে। ইউটিউবের দাবি, এটি ১৩ থেকে ১৫ বছর বয়সী অস্ট্রেলিয়ানদের প্রায় তিন-চতুর্থাংশ ব্যবহার করে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং একটি ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম।
এ বিষয়ে এক ই-মেইলে ইউটিউবের এক মুখপাত্র জানান, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে টিভি স্ক্রিনেও ক্রমবর্ধমান হারে উচ্চমানের ফ্রি কনটেন্ট দেখা যায়। এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়।’
অস্ট্রেলিয়ার শিক্ষকেরা ইউটিউব ব্যবহার করেন। এই যুক্তিতে গত বছর প্ল্যাটফর্মটি নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর দাবি, ইউটিউবের সঙ্গে তাদের মূল ফিচারগুলোর মিল রয়েছে। যেমন: ব্যবহারকারীদের মধ্যে ইন্টারঅ্যাকশন, অ্যালগরিদমের মাধ্যমে কনটেন্ট সাজেশন ইত্যাদি।
অস্ট্রেলিয়ান প্রাইমারি প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা ফ্যালকেনবার্গ বলেন, ‘শিক্ষকেরা সব সময়ই শিক্ষামূলক উপকরণ বাছাইয়ে সচেতন ও বিচক্ষণ।’
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আর্কটিক উলফের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা অ্যাডাম ম্যারে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য আরও দ্রুত ছড়াচ্ছে। ইউটিউবকে নিয়ন্ত্রণে নেওয়ার সরকারের এই পদক্ষেপ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সীমাহীন ক্ষমতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি।’
এই সিদ্ধান্তের ফলে আবারও সরকারের সঙ্গে আলফাবেটের বিরোধের সম্ভাবনা তৈরি হলো। ২০২১ সালে নিউজ কনটেন্টের জন্য সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেওয়ার আইন এড়াতে অস্ট্রেলিয়ায় গুগল তাদের কিছু সেবা প্রত্যাহারের হুমকি দিয়েছিল।
গত সপ্তাহে সংবাদ সংস্থা রয়টার্সকে ইউটিউব জানিয়েছিল, তারা সরকারকে ‘বৈধ প্রক্রিয়ার সততা রক্ষা’ করার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, ইউটিউব আদালতের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছে। তবে ইউটিউব তা সরাসরি নিশ্চিত করেনি।
২০২৩ সালের নভেম্বরে পাস হওয়া আইন অনুযায়ী, কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অস্ট্রেলিয়ান ১৬ বছরের কম বয়সীদের নিষিদ্ধ করতে ‘যুক্তিসংগত পদক্ষেপ’ না নিলে তাদের সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হতে পারে।
সরকার জানিয়েছে, চলতি মাসে বয়স যাচাই প্রযুক্তির পরীক্ষামূলক ফলাফলের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত করা হবে।
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বে প্রথম নিষেধাজ্ঞা দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হলো ইউটিউব। আলফাবেট মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং সাইটটিকে প্রথমে ছাড় দেওয়া হলেও সরকারের নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাতিল করা হয়েছে। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিজস্ব অ্যাকাউন্ট থাকা বেআইনি হবে। তবে অভিভাবক ও শিক্ষকেরা কিশোর-কিশোরীদের ভিডিও দেখাতে পারবেন।
একটি জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ অপ্রাপ্তবয়স্ক ইউটিউব ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা সাইটটিতে ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয়েছেন। এটি অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় সবচেয়ে খারাপ ফল।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আমি এর ইতি টানছি। আমাদের সন্তানেরা অনলাইন প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সামাজিক দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, অস্ট্রেলিয়ার সব অভিভাবক জানুক আমরা তাঁদের পাশে আছি।’
চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হলো এই সিদ্ধান্তের মাধ্যমে। ইউটিউবের দাবি, এটি ১৩ থেকে ১৫ বছর বয়সী অস্ট্রেলিয়ানদের প্রায় তিন-চতুর্থাংশ ব্যবহার করে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং একটি ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম।
এ বিষয়ে এক ই-মেইলে ইউটিউবের এক মুখপাত্র জানান, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে টিভি স্ক্রিনেও ক্রমবর্ধমান হারে উচ্চমানের ফ্রি কনটেন্ট দেখা যায়। এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়।’
অস্ট্রেলিয়ার শিক্ষকেরা ইউটিউব ব্যবহার করেন। এই যুক্তিতে গত বছর প্ল্যাটফর্মটি নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর দাবি, ইউটিউবের সঙ্গে তাদের মূল ফিচারগুলোর মিল রয়েছে। যেমন: ব্যবহারকারীদের মধ্যে ইন্টারঅ্যাকশন, অ্যালগরিদমের মাধ্যমে কনটেন্ট সাজেশন ইত্যাদি।
অস্ট্রেলিয়ান প্রাইমারি প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা ফ্যালকেনবার্গ বলেন, ‘শিক্ষকেরা সব সময়ই শিক্ষামূলক উপকরণ বাছাইয়ে সচেতন ও বিচক্ষণ।’
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আর্কটিক উলফের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা অ্যাডাম ম্যারে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য আরও দ্রুত ছড়াচ্ছে। ইউটিউবকে নিয়ন্ত্রণে নেওয়ার সরকারের এই পদক্ষেপ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সীমাহীন ক্ষমতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি।’
এই সিদ্ধান্তের ফলে আবারও সরকারের সঙ্গে আলফাবেটের বিরোধের সম্ভাবনা তৈরি হলো। ২০২১ সালে নিউজ কনটেন্টের জন্য সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেওয়ার আইন এড়াতে অস্ট্রেলিয়ায় গুগল তাদের কিছু সেবা প্রত্যাহারের হুমকি দিয়েছিল।
গত সপ্তাহে সংবাদ সংস্থা রয়টার্সকে ইউটিউব জানিয়েছিল, তারা সরকারকে ‘বৈধ প্রক্রিয়ার সততা রক্ষা’ করার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, ইউটিউব আদালতের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছে। তবে ইউটিউব তা সরাসরি নিশ্চিত করেনি।
২০২৩ সালের নভেম্বরে পাস হওয়া আইন অনুযায়ী, কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অস্ট্রেলিয়ান ১৬ বছরের কম বয়সীদের নিষিদ্ধ করতে ‘যুক্তিসংগত পদক্ষেপ’ না নিলে তাদের সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হতে পারে।
সরকার জানিয়েছে, চলতি মাসে বয়স যাচাই প্রযুক্তির পরীক্ষামূলক ফলাফলের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত করা হবে।
প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ।। হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ইনস্টল করে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে কি না তা খতিয়ে দেখা হবে এই তদন্তে।
১১ ঘণ্টা আগেভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরঘেঁষা বিভিন্ন দেশের সরকারগুলো সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। এমনকি দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাও পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে। ভূমিকম্পের কাছাকাছি অবস্থিত জাপান কর্তৃপক্ষ উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চস্
১১ ঘণ্টা আগেপর্নোগ্রাফি ভিডিও চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে মামলাটি দায়ের করেছে পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দুটি প্রতিষ্ঠান স্ট্রাইক ৩ হোল্ডিংস এবং কাউন্টারলাইফ
১৫ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ইউটিউব শুধু বিনোদন নয়, শিক্ষা, তথ্য ও সামাজিক যোগাযোগেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবে কাটান। তবে আমরা অনেকেই জানি না—কীভাবে কি–বোর্ড শর্টকাট ব্যবহার করে ইউটিউব আরও দ্রুত ও সহজভাবে নিয়ন্ত্রণ করা যায়।
১৯ ঘণ্টা আগে