সাত দিনের নিলাম শেষে সবচেয়ে বেশি ৫জি তরঙ্গ কিনতে পেরেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স-জিও। প্রতিষ্ঠানটি একাই কিনেছে ১ হাজার ১০০ কোটি ডলারের তরঙ্গ। বিপরীতে আরেক শীর্ষ ধনী গৌতম আদানির ‘আদানি গ্রুপ’ কিনেছে ২৬০ কোটি ডলারের তরঙ্গ।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার নিলামে রিলায়েন্স-জিও, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্কের কাছ থেকে আনুমানিক ১ হাজার ৯০০ ডলারের মতো পেয়েছে। ৭২ গিগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হয়। ভারতের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যত তরঙ্গ নিলামে তোলা হয়েছিল তার ৭১ শতাংশই বিক্রি হয়ে গেছে।
সিআরআইএসআইএল-এর গবেষণায় দেখা গেছে, নিলামে এবার বেশ ভালো সাড়া পাওয়া গেছে। গত ২০২১ সালের মার্চে হওয়া সর্বশেষ নিলামের তুলনায় প্রায় দ্বিগুণ তরঙ্গ বিক্রি হয়েছে।
এক বিবৃতিতে রিলায়েন্স গ্রুপ বলেছে, ৫জি রোল আউটের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে আদানি গ্রুপ বেসরকারি তরঙ্গের ওপর বিড করেছে। যা নির্দিষ্ট এলাকায় যেমন বন্দর বা বিমানবন্দরগুলোতে বেশি কার্যকরী হবে। এমন একটি খাতে এরই মধ্যে আদানি গ্রুপ প্রচুর বিনিয়োগ করেছে। ফলে ৫জি বিডে তাঁদের তেমন তোড়জোড় নেই। অন্যদিকে রিলায়েন্স-জিও বিডে নেমেছে জোরেশোরেই।
আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। আদানি গ্রুপের গৌতম আদামি বিল গেটসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ধনীর তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন। ফলে ভারতের টেলিকমিউনিকেশন খাতে আদানি গ্রুপের আবির্ভাব আম্বানির রিলায়েন্স-জিও’র জন্য উদ্বিগ্ন হওয়ার মতোই একটি বিষয়।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
সাত দিনের নিলাম শেষে সবচেয়ে বেশি ৫জি তরঙ্গ কিনতে পেরেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স-জিও। প্রতিষ্ঠানটি একাই কিনেছে ১ হাজার ১০০ কোটি ডলারের তরঙ্গ। বিপরীতে আরেক শীর্ষ ধনী গৌতম আদানির ‘আদানি গ্রুপ’ কিনেছে ২৬০ কোটি ডলারের তরঙ্গ।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার নিলামে রিলায়েন্স-জিও, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্কের কাছ থেকে আনুমানিক ১ হাজার ৯০০ ডলারের মতো পেয়েছে। ৭২ গিগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হয়। ভারতের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যত তরঙ্গ নিলামে তোলা হয়েছিল তার ৭১ শতাংশই বিক্রি হয়ে গেছে।
সিআরআইএসআইএল-এর গবেষণায় দেখা গেছে, নিলামে এবার বেশ ভালো সাড়া পাওয়া গেছে। গত ২০২১ সালের মার্চে হওয়া সর্বশেষ নিলামের তুলনায় প্রায় দ্বিগুণ তরঙ্গ বিক্রি হয়েছে।
এক বিবৃতিতে রিলায়েন্স গ্রুপ বলেছে, ৫জি রোল আউটের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে আদানি গ্রুপ বেসরকারি তরঙ্গের ওপর বিড করেছে। যা নির্দিষ্ট এলাকায় যেমন বন্দর বা বিমানবন্দরগুলোতে বেশি কার্যকরী হবে। এমন একটি খাতে এরই মধ্যে আদানি গ্রুপ প্রচুর বিনিয়োগ করেছে। ফলে ৫জি বিডে তাঁদের তেমন তোড়জোড় নেই। অন্যদিকে রিলায়েন্স-জিও বিডে নেমেছে জোরেশোরেই।
আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। আদানি গ্রুপের গৌতম আদামি বিল গেটসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ধনীর তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন। ফলে ভারতের টেলিকমিউনিকেশন খাতে আদানি গ্রুপের আবির্ভাব আম্বানির রিলায়েন্স-জিও’র জন্য উদ্বিগ্ন হওয়ার মতোই একটি বিষয়।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
১৯ মিনিট আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
১৬ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১৭ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১৯ ঘণ্টা আগে