অনলাইন ডেস্ক
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই। ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেসবুকে মুছে ফেলা পোস্ট সহজেই ফিরে পাওয়া যায়। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি সঙ্গে সঙ্গেই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে।
ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ চালু করতে হবে। এ জন্য একদম বাম পাশে ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ডান পাশে ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘অ্যাক্টিভিটি লগ’ বাটনে ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে কতগুলো সেকশন দেখা যাবে। সেখান থেকে ডান দিকে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ বাটন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. রিসাইকেল বিন পেজে ডিলিট করা পোস্টের তালিকা দেখা যাবে।
৭. এখন যে পোস্টটি আবার ফিরিয়ে আনতে চান, তার বাম পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন। এর ফলে পোস্টটি নির্বাচিত হবে। আর নিচের দিকে দুটি অপশন দৃশ্যমান হবে।
৮. পোস্টটি নিজের প্রোফাইলে নিয়ে আসতে চাইলে নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। আর পোস্টটি আর্কাইভ ফোল্ডারে রাখতে চাইলে ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই। ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেসবুকে মুছে ফেলা পোস্ট সহজেই ফিরে পাওয়া যায়। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি সঙ্গে সঙ্গেই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে।
ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ চালু করতে হবে। এ জন্য একদম বাম পাশে ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ডান পাশে ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘অ্যাক্টিভিটি লগ’ বাটনে ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে কতগুলো সেকশন দেখা যাবে। সেখান থেকে ডান দিকে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ বাটন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. রিসাইকেল বিন পেজে ডিলিট করা পোস্টের তালিকা দেখা যাবে।
৭. এখন যে পোস্টটি আবার ফিরিয়ে আনতে চান, তার বাম পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন। এর ফলে পোস্টটি নির্বাচিত হবে। আর নিচের দিকে দুটি অপশন দৃশ্যমান হবে।
৮. পোস্টটি নিজের প্রোফাইলে নিয়ে আসতে চাইলে নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। আর পোস্টটি আর্কাইভ ফোল্ডারে রাখতে চাইলে ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২০ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১ দিন আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
১ দিন আগে