Ajker Patrika

বন্ধ ফেসবুকেই সক্রিয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০: ২৪
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট বন্ধ ছিল পাঁচ দিন। এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে। অবশ্য বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক। সেই বন্ধ মাধ্যমেই সক্রিয় থাকতে দেখা গেছে একজন প্রতিমন্ত্রীকে।

গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ওই প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করছেন। এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিংক শেয়ার করেছেন।

প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে ২৪ জুলাই প্রথম কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে দেওয়া প্রজ্ঞাপনের তথ্য নিয়ে ক্যাপশনসহ ছবি পোস্ট করা হয়েছে। এর আগে ১৮ জুলাই জাতীয় সংসদের টানেলে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ ব্রিফিংয়ের ছবিসহ সংবাদের তথ্য পোস্ট করেন তিনি।

বন্ধ ফেসবুকে ওই প্রতিমন্ত্রী কীভাবে সক্রিয় রয়েছেন, জানতে তাঁকে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও জবাব পাওয়া যায়নি।

দেশে ১৬ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান ব্যবহারকারীরা। ১৮ জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হলেও ফেসবুক বন্ধ রয়েছে।

এর আগে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে ১৭ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় ফেসবুক দায়ী। 

গত বুধবার তিনি বলেন, ফেসবুক নিজেদের গাইডলাইন ও প্রাইভেসি পলিসি নিজেরাই মানে না। এ জন্য ফেসবুককে চিঠি দেওয়া হবে। তারা যদি শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে, তাহলে ফেসবুক চলবে। অন্যথায় বন্ধ রাখা হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার ফেসবুক, ইউটিউব বন্ধ করল। অথচ একজন প্রতিমন্ত্রী এই দুই মাধ্যমেই দুদিন ধরে পোস্ট করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত