অনলাইন ডেস্ক
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ ‘পুরা ৮০’ উন্মোচন হবে আগামী ১১ জুন। এর সঙ্গে একাধিক স্মার্ট পণ্যও উন্মোচন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
হুয়াওয়ের ‘সি বিয়োনড উইথ ফরসাইট’ শিরোনামে প্রচারিত টিজারে প্রতিষ্ঠানটি এই সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তির ওপর জোর দিয়েছে।
টিজারে স্পষ্টভাবে দেখা গেছে দুটি বড় ক্যামেরা লেন্স। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, হুয়াওয়ে এবার ডুয়েল পেরিস্কোপ জুম প্রযুক্তির দিকেই এগোচ্ছে। পূর্ববর্তী ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পুরা ৮০ আলট্রা মডেলে এই প্রযুক্তি থাকতে পারে। এ ধরনের ডিজাইন স্মার্টফোন জগতে একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, হুয়াওয়ে এর আগেও পি৪০ প্রো প্লাস মডেলে ডুয়েল টেলিফটো ক্যামেরা প্রযুক্তি এনেছিল। তবে এবার এটি আরও উন্নত এবং পারফরম্যান্সভিত্তিক হতে পারে। শুধু জুম নয়, সামগ্রিক অপটিক্যাল পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বস্ত সূত্র বলছে, হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা মডেলে প্রথমবারের মতো ব্যবহার করা হবে একটি কাস্টম ১ ইঞ্চির এলওএফআইসি সিএমওএস সেন্সর, যা তৈরি করেছে স্মার্টসেন্স। এতে থাকবে হুয়াওয়ের নিজস্ব পিক্সেল অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। সেন্সরের এলওএফআইসি প্রযুক্তি ডায়নামিক রেঞ্জ এবং লো-লাইট পারফরম্যান্সকে হার্ডওয়্যার স্তরেই বাড়িয়ে দেয়। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির এক নতুন মান নির্ধারণ করতে চায় হুয়াওয়ে।
এ ছাড়া আলট্রা মডেলে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল ১/ ১.৩ ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা বাজারে থাকা বড় সেন্সরগুলোর একটি—এমনকি স্যামসাংয়ের এইচপি ৯ সেন্সরকেও পেছনে ফেলতে পারে সেন্সরের আকারের দিক থেকে। এ দুটি সেন্সর মিলেই ডিভাইসটিকে ওয়াইড ও জুম শটে একধরনের ফটোগ্রাফি পাওয়ারহাউসে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।
শুধু আলট্রা মডেলই নয়, সিরিজের অন্যান্য মডেল—পুরা ৮০, পুরা ৮০ প্রো, পুরা ৮০ প্রো প্লাসেও আসছে উল্লেখযোগ্য ফিচার। সবগুলো মডেলেই থাকতে পারে হুয়াওয়ের নতুন ম্যাপল ওরিজিনাল কালার ইমেজিং প্রযুক্তি (সম্ভবত ২.০ সংস্করণ), যা উন্নত অ্যালগরিদমের মাধ্যমে ছবি আরও বাস্তবিক করে তুলবে।
পুরা ৮০ সিরিজ হবে প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ, যেখানে থাকছে হুয়াওয়ের নতুন হারমনিওএস ৫ অপারেটিং সিস্টেম। গত মার্চ মাসে উন্মোচনের পর থেকেই নিরাপত্তা, গতিশীলতা এবং ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেয়ে আসছে এই ওএস। সঙ্গে থাকছে কিরিন ৯০২০ চিপসেট, যা পুরো সিরিজে একটি উন্নত এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
আগামী ১১ জুনের উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তির দিকনির্দেশনা মিলবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ ‘পুরা ৮০’ উন্মোচন হবে আগামী ১১ জুন। এর সঙ্গে একাধিক স্মার্ট পণ্যও উন্মোচন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
হুয়াওয়ের ‘সি বিয়োনড উইথ ফরসাইট’ শিরোনামে প্রচারিত টিজারে প্রতিষ্ঠানটি এই সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তির ওপর জোর দিয়েছে।
টিজারে স্পষ্টভাবে দেখা গেছে দুটি বড় ক্যামেরা লেন্স। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, হুয়াওয়ে এবার ডুয়েল পেরিস্কোপ জুম প্রযুক্তির দিকেই এগোচ্ছে। পূর্ববর্তী ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পুরা ৮০ আলট্রা মডেলে এই প্রযুক্তি থাকতে পারে। এ ধরনের ডিজাইন স্মার্টফোন জগতে একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, হুয়াওয়ে এর আগেও পি৪০ প্রো প্লাস মডেলে ডুয়েল টেলিফটো ক্যামেরা প্রযুক্তি এনেছিল। তবে এবার এটি আরও উন্নত এবং পারফরম্যান্সভিত্তিক হতে পারে। শুধু জুম নয়, সামগ্রিক অপটিক্যাল পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বস্ত সূত্র বলছে, হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা মডেলে প্রথমবারের মতো ব্যবহার করা হবে একটি কাস্টম ১ ইঞ্চির এলওএফআইসি সিএমওএস সেন্সর, যা তৈরি করেছে স্মার্টসেন্স। এতে থাকবে হুয়াওয়ের নিজস্ব পিক্সেল অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। সেন্সরের এলওএফআইসি প্রযুক্তি ডায়নামিক রেঞ্জ এবং লো-লাইট পারফরম্যান্সকে হার্ডওয়্যার স্তরেই বাড়িয়ে দেয়। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির এক নতুন মান নির্ধারণ করতে চায় হুয়াওয়ে।
এ ছাড়া আলট্রা মডেলে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল ১/ ১.৩ ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা বাজারে থাকা বড় সেন্সরগুলোর একটি—এমনকি স্যামসাংয়ের এইচপি ৯ সেন্সরকেও পেছনে ফেলতে পারে সেন্সরের আকারের দিক থেকে। এ দুটি সেন্সর মিলেই ডিভাইসটিকে ওয়াইড ও জুম শটে একধরনের ফটোগ্রাফি পাওয়ারহাউসে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।
শুধু আলট্রা মডেলই নয়, সিরিজের অন্যান্য মডেল—পুরা ৮০, পুরা ৮০ প্রো, পুরা ৮০ প্রো প্লাসেও আসছে উল্লেখযোগ্য ফিচার। সবগুলো মডেলেই থাকতে পারে হুয়াওয়ের নতুন ম্যাপল ওরিজিনাল কালার ইমেজিং প্রযুক্তি (সম্ভবত ২.০ সংস্করণ), যা উন্নত অ্যালগরিদমের মাধ্যমে ছবি আরও বাস্তবিক করে তুলবে।
পুরা ৮০ সিরিজ হবে প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ, যেখানে থাকছে হুয়াওয়ের নতুন হারমনিওএস ৫ অপারেটিং সিস্টেম। গত মার্চ মাসে উন্মোচনের পর থেকেই নিরাপত্তা, গতিশীলতা এবং ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেয়ে আসছে এই ওএস। সঙ্গে থাকছে কিরিন ৯০২০ চিপসেট, যা পুরো সিরিজে একটি উন্নত এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
আগামী ১১ জুনের উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তির দিকনির্দেশনা মিলবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৭ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে