শিগগিরই মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা। ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং হলো—এমন একটি সেবা যেখানে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করেই ইনস্টাগ্রামে না গিয়েও সেখানে আসা মেসেজ আদানপ্রদান করতে পারতেন। এ সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুক ও মেসেঞ্জারের গ্রাহকেরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ম্যাসেজিং করতে পারবে না। গত তিন বছর ধরে এই সুবিধা দেওয়া পর চলতি ডিসেম্বরের মাঝামাঝি সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা।
এই সিদ্ধান্ত নেওয়ার কোনো স্পষ্ট কারণ মেটার পক্ষ থেকে জানানো হয়নি। এই বছরের শেষ দিকে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসবে মেটা। তাই ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সেবা বন্ধ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ইনস্টাগ্রামের সাপোর্ট পেজে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট বন্ধ হবে। এই ফিচার বন্ধ হয়ে গেলে আগের গ্রাহকেরা যেসব অ্যাকাউন্টের সঙ্গে ক্রস প্ল্যাটফর্ম চ্যাট করত, তা আর করতে পারবে না। তবে আগের চ্যাটগুলো শুধু পড়া যাবে। ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নতুন চ্যাটও শুরু করা যাবে না। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।
অ্যাক্টিভিটি স্ট্যাটাস চালু করে ইনস্টাগ্রামে কেউ অনলাইনে থাকলে মেসেঞ্জার থেকে তা দেখা যেত। ক্রস প্ল্যাটফর্ম সেবা বন্ধ করায় এখন সেটি আর দেখা যাবে না। বন্ধুদের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে একই প্ল্যাটফর্মের আওতায় থেকে নতুন চ্যাট শুরু করতে হবে। উল্লেখ্য, ২০২০ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট চালু হয়।
গত আগস্টে মেটা এক ঘোষণায় জানিয়েছিল, বন্ধু ও পরিবারদের সঙ্গে চ্যাটিংয়ের জন্য এ বছরে শেষের দিকে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসা হবে। এই ফিচারের ফলে চ্যাটগুলো সেন্ডার ও রিসিভার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত রয়েছে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
শিগগিরই মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা। ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং হলো—এমন একটি সেবা যেখানে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করেই ইনস্টাগ্রামে না গিয়েও সেখানে আসা মেসেজ আদানপ্রদান করতে পারতেন। এ সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুক ও মেসেঞ্জারের গ্রাহকেরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ম্যাসেজিং করতে পারবে না। গত তিন বছর ধরে এই সুবিধা দেওয়া পর চলতি ডিসেম্বরের মাঝামাঝি সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা।
এই সিদ্ধান্ত নেওয়ার কোনো স্পষ্ট কারণ মেটার পক্ষ থেকে জানানো হয়নি। এই বছরের শেষ দিকে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসবে মেটা। তাই ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সেবা বন্ধ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ইনস্টাগ্রামের সাপোর্ট পেজে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট বন্ধ হবে। এই ফিচার বন্ধ হয়ে গেলে আগের গ্রাহকেরা যেসব অ্যাকাউন্টের সঙ্গে ক্রস প্ল্যাটফর্ম চ্যাট করত, তা আর করতে পারবে না। তবে আগের চ্যাটগুলো শুধু পড়া যাবে। ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নতুন চ্যাটও শুরু করা যাবে না। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।
অ্যাক্টিভিটি স্ট্যাটাস চালু করে ইনস্টাগ্রামে কেউ অনলাইনে থাকলে মেসেঞ্জার থেকে তা দেখা যেত। ক্রস প্ল্যাটফর্ম সেবা বন্ধ করায় এখন সেটি আর দেখা যাবে না। বন্ধুদের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে একই প্ল্যাটফর্মের আওতায় থেকে নতুন চ্যাট শুরু করতে হবে। উল্লেখ্য, ২০২০ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামে ক্রস অ্যাপ কমিউনিকেশন চ্যাট চালু হয়।
গত আগস্টে মেটা এক ঘোষণায় জানিয়েছিল, বন্ধু ও পরিবারদের সঙ্গে চ্যাটিংয়ের জন্য এ বছরে শেষের দিকে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসা হবে। এই ফিচারের ফলে চ্যাটগুলো সেন্ডার ও রিসিভার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত রয়েছে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৭ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৯ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৯ ঘণ্টা আগে