টি এইচ মাহির
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
২৩ মিনিট আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
১ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৯ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে