Ajker Patrika

শুধু ৪ দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু, আছে বাংলাদেশও

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০: ০৬
শুধু ৪ দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু, আছে বাংলাদেশও

শুধু বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে চালু হয়েছে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। এই চার দেশে বসবাস করা যে কেউ এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে ওপেনএআইয়ের আলোচিত এই সেবা গ্রহণ করতে পারবেন। 

আজ মঙ্গলবার রাতে টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত চারটি দেশের বাইরে অন্য কোনো দেশের মানুষ গুগল প্লেতে গিয়ে অ্যাপটির জন্য প্রি-অর্ডার করতে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই খুব শিগগির আরও কয়েকটি দেশে এই সেবা চালুর প্রক্রিয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই একযোগে নতুন কয়েকটি দেশে চ্যাটজিপিটির অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে। 

এ ছাড়া যাঁরা আইফোন ব্যবহার করেন, তাঁদের মোবাইল ফোনের আইওএসে অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপটি পাওয়া যাচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, কম্পিউটার বা ওয়েবে চ্যাটজিপিটি যেভাবে সব প্রশ্নের জবাব দেয় মোবাইলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তবে মোবাইলের জন্য এর আলাদা ইন্টারফেস ডিজাইন করা হয়েছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটি ব্যবহারকারীদের যেকোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। শুধু তাই নয়, যেকোনো বিষয়ে পরামর্শসহ এটি নানা ধরনের টিপসও দিয়ে থাকে। ২০২২ সালের নভেম্বরে এই সেবা চালু করা হয়। 

ব্যবহারকারীদের মধ্যে ইতিপূর্বে কম্পিউটার কিংবা ওয়েবে যারা এই সেবা ব্যবহার করেছেন, একই অ্যাকাউন্ট মোবাইলে চালু করা যাবে। ফলে চ্যাটজিপিটির সঙ্গে অতীতের সব কথোপকথনও অ্যাপের মধ্যে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত