Ajker Patrika

বিখ্যাত অ্যাডোবির দ্বিতীয় সহপ্রতিষ্ঠাতাও মারা গেলেন

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২২: ৪১
বিখ্যাত অ্যাডোবির দ্বিতীয় সহপ্রতিষ্ঠাতাও মারা গেলেন

সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা জন ওয়ারনক মারা গেছেন। গতকাল শনিবার ৮২ বছরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাডোবি। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। 

ড. ওয়ারনক ২০১৭ সাল পর্যন্ত তিন দশক অ্যাডোবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আমৃত্যু সংস্থাটির পরিচালনা পর্ষদের অংশ ছিলেন। 

ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান। 

ওয়ারনকের মৃত্যুতে অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ কর্মীদের এক ই-মেইল বার্তায় বলেন, ‘গত ২৫ বছরে আমার পেশা জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো জনের সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমার রোল মডেল ও মেন্টর ছিলেন। তাঁকে আমার বন্ধু বলতে পেরে আমি গর্বিত।’

অ্যাডোবি প্রতিষ্ঠার আগে ড. ওয়ারনক জেরক্স পালো আল্টো গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব উটাহতে অধ্যাপনার কাজও করেছেন। 

ড. ওয়ারনক ইউনিভার্সিটি অব উটাহ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট, গণিতে স্নাতকোত্তর এবং গণিত ও দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন। 

স্ত্রী মারভা ও তিন সন্তান রেখে গেছেন তিনি।

অ্যাডোব মূলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সফটওয়্যারের জন্য বিখ্যাত। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন, অ্যাক্রোবেট রিডার, ইনডিজাইন, লাইটরুম, ড্রিমওয়েভার ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি কোম্পানির তৈরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত