সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা জন ওয়ারনক মারা গেছেন। গতকাল শনিবার ৮২ বছরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাডোবি। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
ড. ওয়ারনক ২০১৭ সাল পর্যন্ত তিন দশক অ্যাডোবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আমৃত্যু সংস্থাটির পরিচালনা পর্ষদের অংশ ছিলেন।
ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান।
ওয়ারনকের মৃত্যুতে অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ কর্মীদের এক ই-মেইল বার্তায় বলেন, ‘গত ২৫ বছরে আমার পেশা জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো জনের সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমার রোল মডেল ও মেন্টর ছিলেন। তাঁকে আমার বন্ধু বলতে পেরে আমি গর্বিত।’
অ্যাডোবি প্রতিষ্ঠার আগে ড. ওয়ারনক জেরক্স পালো আল্টো গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব উটাহতে অধ্যাপনার কাজও করেছেন।
ড. ওয়ারনক ইউনিভার্সিটি অব উটাহ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট, গণিতে স্নাতকোত্তর এবং গণিত ও দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
স্ত্রী মারভা ও তিন সন্তান রেখে গেছেন তিনি।
অ্যাডোব মূলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সফটওয়্যারের জন্য বিখ্যাত। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন, অ্যাক্রোবেট রিডার, ইনডিজাইন, লাইটরুম, ড্রিমওয়েভার ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি কোম্পানির তৈরি।
সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা জন ওয়ারনক মারা গেছেন। গতকাল শনিবার ৮২ বছরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাডোবি। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
ড. ওয়ারনক ২০১৭ সাল পর্যন্ত তিন দশক অ্যাডোবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আমৃত্যু সংস্থাটির পরিচালনা পর্ষদের অংশ ছিলেন।
ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান।
ওয়ারনকের মৃত্যুতে অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ কর্মীদের এক ই-মেইল বার্তায় বলেন, ‘গত ২৫ বছরে আমার পেশা জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো জনের সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমার রোল মডেল ও মেন্টর ছিলেন। তাঁকে আমার বন্ধু বলতে পেরে আমি গর্বিত।’
অ্যাডোবি প্রতিষ্ঠার আগে ড. ওয়ারনক জেরক্স পালো আল্টো গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব উটাহতে অধ্যাপনার কাজও করেছেন।
ড. ওয়ারনক ইউনিভার্সিটি অব উটাহ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট, গণিতে স্নাতকোত্তর এবং গণিত ও দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
স্ত্রী মারভা ও তিন সন্তান রেখে গেছেন তিনি।
অ্যাডোব মূলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সফটওয়্যারের জন্য বিখ্যাত। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন, অ্যাক্রোবেট রিডার, ইনডিজাইন, লাইটরুম, ড্রিমওয়েভার ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি কোম্পানির তৈরি।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে