নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
অজ্ঞাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এই চুক্তির আওতায় স্যামসাং চিপ নির্মাণ করবে ওই কোম্পানির জন্য। চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
৩ ঘণ্টা আগেইউটিউব একটি বিশাল ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয়। তবে শুধু ভিডিও আপলোড করলেই কাজ হয় না, দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে ভিডিওর ডেসক্রিপশন ঠিকঠাক ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। ডেসক্রিপশন হলো ভিডিওর নিচে থাকা একটি লেখা, যা ভিডিওর বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তথ্য, লিংকসহ
৫ ঘণ্টা আগেটিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
১৫ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২১ ঘণ্টা আগে