নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৪ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৯ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১০ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১২ ঘণ্টা আগে