হ্যাক হওয়া চ্যানেল ফিরে পেতে ও ভবিষ্যতে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার নিশ্চিত করতে সাহায্য করবে ইউটিউবের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট। গুগলের ইউটিউব সাপোর্ট পেজে এই নতুন ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন ফিচারটি ‘হ্যাকড চ্যানেল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে ইউটিউবে পাওয়া যাবে। এটি ‘যোগ্য ক্রিয়েটরদের’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সমস্যা সমাধানে সাহায্য করবে। ফিচার ইউটিউব হেল্প সেন্টার থেকে ব্যবহার করা যাবে।
গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত করতে, হ্যাকারের কাছ থেকে চ্যানেলটি উদ্ধার করতে এবং অন্য হ্যাকারের কাছ থেকে সুরক্ষা দিতে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। তবে চ্যাটবটটি শুধু ইংরেজি ভাষায় আলাপ করবে এবং বর্তমানে নির্দিষ্ট কিছু ক্রিয়েটরদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। তবে সকল ক্রিয়েটরদের জন্য ফিচারটি চালু করার জন্য ইউটিউব।
এ ছাড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি অনেকটা এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে। পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছেন।
কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটিকে ভুয়া বলে কেন মনে হচ্ছে তার ব্যাখ্যাও এতে যুক্ত করা যাবে। এমনকি ভিডিওর কোনো অংশে এমন ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যামও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা।
চলতি বছরের জুন থেকেই ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর কিছু নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মোচন করা হয়েছে। বর্তমানে শুধু স্মার্টফোন ও ট্যাবলেট অ্যাপে কাজ করবে ফিচারটি। পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে।
তথ্যসূত্র: এনগ্যাজেট
হ্যাক হওয়া চ্যানেল ফিরে পেতে ও ভবিষ্যতে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার নিশ্চিত করতে সাহায্য করবে ইউটিউবের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট। গুগলের ইউটিউব সাপোর্ট পেজে এই নতুন ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন ফিচারটি ‘হ্যাকড চ্যানেল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে ইউটিউবে পাওয়া যাবে। এটি ‘যোগ্য ক্রিয়েটরদের’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সমস্যা সমাধানে সাহায্য করবে। ফিচার ইউটিউব হেল্প সেন্টার থেকে ব্যবহার করা যাবে।
গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত করতে, হ্যাকারের কাছ থেকে চ্যানেলটি উদ্ধার করতে এবং অন্য হ্যাকারের কাছ থেকে সুরক্ষা দিতে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। তবে চ্যাটবটটি শুধু ইংরেজি ভাষায় আলাপ করবে এবং বর্তমানে নির্দিষ্ট কিছু ক্রিয়েটরদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। তবে সকল ক্রিয়েটরদের জন্য ফিচারটি চালু করার জন্য ইউটিউব।
এ ছাড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি অনেকটা এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে। পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছেন।
কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটিকে ভুয়া বলে কেন মনে হচ্ছে তার ব্যাখ্যাও এতে যুক্ত করা যাবে। এমনকি ভিডিওর কোনো অংশে এমন ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যামও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা।
চলতি বছরের জুন থেকেই ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর কিছু নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মোচন করা হয়েছে। বর্তমানে শুধু স্মার্টফোন ও ট্যাবলেট অ্যাপে কাজ করবে ফিচারটি। পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে।
তথ্যসূত্র: এনগ্যাজেট
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৭ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে