অনলাইন ডেস্ক
অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে। চিহ্নিত ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে গুগল।
মূলত গত মে মাসে নতুন এই নীতির ঘোষণা দেয় গুগল। জানানো হয়, এই নীতির উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করা। সংস্থাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা যায়, পুরোনো এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নবায়ন করা হয় না ও এগুলোতে টু–স্টেপ–ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা হয় না। এর ফলে অ্যাকাউন্টগুলো সহজে ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।
গুগল ওই সময় বলে, প্রথমে ওই অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হবে যেগুলো খোলার করার পর দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি।
গতকাল সোমবার হালনাগাদ ঘোষণায় গুগল উল্লেখ করে, ‘আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করতে চাই। আমাদের সেবাটি আপনি ব্যবহার না করলেও আপনার অ্যাকাউন্টে যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
এই ধরনের গুগল অ্যাকাউন্টধারীদের একাধিক সতর্কবার্তা পাঠানো হবে এবং ই–মেইল ব্যাকআপ নেওয়ার নির্দেশনা থাকবে। অ্যাকাউন্ট পুরোপুরি মুছে যাওয়া পর্যন্ত ব্যবহারকারী আট মাসের মতো সময় পাবেন।
এই নীতিতে কিছু জিনিস আগের মতোই থাকবে। যেসব অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল বা গিফট কার্ড আছে, যেসব অ্যাকাউন্ট দিয়ে ডিজিটাল বই বা সিনেমা কেনা হয়েছে এবং যেসব ব্যবহার করে বিভিন্ন অ্যাপ পাবলিশ করা হয়েছে যা গুগল প্লে–স্টোরে এখনো চালু আছে সেগুলো আগের মতোই থাকবে।
অ্যাকাউন্ট মুছে দেওয়ার এবারের সিদ্ধান্ত আগের নীতি থেকে আরও এক ধাপ এগিয়েছে। অ্যাকাউন্ট রক্ষা করতে হলে দুই বছরে অন্তত একবার নিজের গুগল অ্যাকাউন্টে বা অন্য গুগল পরিষেবায় ঢুঁ মারতে হবে, কোনো ই–মেইল পড়তে হবে, ভিডিও দেখতে হবে বা কোনো কিছু সার্চ দিতে হবে।
অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে। চিহ্নিত ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে গুগল।
মূলত গত মে মাসে নতুন এই নীতির ঘোষণা দেয় গুগল। জানানো হয়, এই নীতির উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করা। সংস্থাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা যায়, পুরোনো এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নবায়ন করা হয় না ও এগুলোতে টু–স্টেপ–ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা হয় না। এর ফলে অ্যাকাউন্টগুলো সহজে ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।
গুগল ওই সময় বলে, প্রথমে ওই অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হবে যেগুলো খোলার করার পর দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি।
গতকাল সোমবার হালনাগাদ ঘোষণায় গুগল উল্লেখ করে, ‘আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করতে চাই। আমাদের সেবাটি আপনি ব্যবহার না করলেও আপনার অ্যাকাউন্টে যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
এই ধরনের গুগল অ্যাকাউন্টধারীদের একাধিক সতর্কবার্তা পাঠানো হবে এবং ই–মেইল ব্যাকআপ নেওয়ার নির্দেশনা থাকবে। অ্যাকাউন্ট পুরোপুরি মুছে যাওয়া পর্যন্ত ব্যবহারকারী আট মাসের মতো সময় পাবেন।
এই নীতিতে কিছু জিনিস আগের মতোই থাকবে। যেসব অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল বা গিফট কার্ড আছে, যেসব অ্যাকাউন্ট দিয়ে ডিজিটাল বই বা সিনেমা কেনা হয়েছে এবং যেসব ব্যবহার করে বিভিন্ন অ্যাপ পাবলিশ করা হয়েছে যা গুগল প্লে–স্টোরে এখনো চালু আছে সেগুলো আগের মতোই থাকবে।
অ্যাকাউন্ট মুছে দেওয়ার এবারের সিদ্ধান্ত আগের নীতি থেকে আরও এক ধাপ এগিয়েছে। অ্যাকাউন্ট রক্ষা করতে হলে দুই বছরে অন্তত একবার নিজের গুগল অ্যাকাউন্টে বা অন্য গুগল পরিষেবায় ঢুঁ মারতে হবে, কোনো ই–মেইল পড়তে হবে, ভিডিও দেখতে হবে বা কোনো কিছু সার্চ দিতে হবে।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৩৯ মিনিট আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে