Ajker Patrika

উৎপাদন ও বিক্রি কমেছে টেসলার

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ৪১
উৎপাদন ও বিক্রি কমেছে টেসলার

মুনাফা বিবেচনায় উৎপাদন পরিকল্পনা পুনর্বিবেচনা করছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা বলছেন, টেসলা গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ত্রৈমাসিক ডেলিভারি হ্রাসের কথা জানিয়েছে। 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক পরিচালিত প্রতিষ্ঠানটি শনিবার জানায়, এটি দ্বিতীয় ত্রৈমাসিকে ২ লাখ ৫৪ হাজার ৬৯৫টি গাড়ি সরবরাহ করেছে, যা প্রথম ত্রৈমাসিকের তুলনায় প্রায় ১৮ শতাংশ কম। এপ্রিল থেকে জুন সময়কালে ২ লাখ ৫৮ হাজার ৫৮০টি গাড়ি তৈরি করেছে টেসলা।

চীনের ব্যাটারির ঘাটতি ও সরবরাহ ব্যাহত হওয়ায় বিলিয়ন ডলার হারাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্রে টেসলার নতুন কারখানাগুলো। ছবি: রয়টার্সসম্প্রতি টেসলার মালিক ইলন মাস্ক জানান, চীনের ব্যাটারির ঘাটতি ও সরবরাহ ব্যাহত হওয়ায় বিলিয়ন ডলার হারাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্রে টেসলার নতুন কারখানাগুলো। চলতি বছরও করোনার কারণে লকডাউন ছিল চীনের বড় কয়েকটি এলাকায়। ফলে সাংহাইয়ে থাকা টেসলার বৃহৎ কারখানাটিতে নির্মাতাদের পক্ষে কাজ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। সে কারণেই বড় ধরনের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে। 

চীনে সাম্প্রতিক করোনায় কারখানা বন্ধ থাকায় উৎপাদন ও বিক্রি কমেছে বলে জানায় টেসলা। বছরের প্রথম তিন মাসের তুলনায় পরবর্তী তিন মাসে কোম্পানির গাড়ি বিক্রি ১৮ শতাংশ কমে যায়। আর উৎপাদনও কমেছে ১৫ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত