Ajker Patrika

স্পেসএক্সে দুর্ঘটনায় কর্মীর ‘প্রায় অঙ্গহানি’, ইলন মাস্ককে জরিমানা

স্পেসএক্সে দুর্ঘটনায় কর্মীর ‘প্রায় অঙ্গহানি’, ইলন মাস্ককে জরিমানা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্পেসএক্সের কারখানায় সংঘটিত দুর্ঘটনায় আহত হয়ে এক শ্রমিক ‘প্রায় অঙ্গহানির’ সম্মুখীন হওয়ায় ইলন মাস্কের ৩ হাজার ৬০০ ডলার জরিমানা হয়েছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করায় নিরাপত্তা কর্মকর্তারা এই সাজা দেন বলে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। 

রয়টার্স বলেছে, মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স গত বছর দেশজুড়ে কর্মী সুরক্ষা নীতি ও মানদণ্ড উপেক্ষা করেছে। স্পেসএক্স কর্মীদের সাক্ষাৎকার ও সরকারি নথির বরাতে ২০১৪ সাল থেকে কমপক্ষে ৬০০টি অপ্রকাশিত দুর্ঘটনার তথ্য মিলেছে।

২০২২ সালে ওয়াশিংটন শহরের রেডমন্ড কারখানায় রকেট ইঞ্জিনের ত্রুটির কারণে আঘাত পেয়ে মাথার খুলি ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয় এবং আরেকজন কোমায় চলে যান। এই বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি স্পেসএক্স; জরিমানা নিয়েও কোনো বক্তব্য দেয়নি কোম্পানিটি। সংস্থাটির মুখপাত্র বলেন, স্পেসএক্স এখনো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে। 

নিরাপত্তা পরিদর্শকেরা বলছেন, কারখানায় ‘পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা কর্মসূচি’, কাজের নিয়ম নিয়ে পর্যাপ্ত তথ্যের অভাব এবং ‘ভুল সংশোধনে’ সিস্টেমের ঘাটতি ছিল। রকেট তৈরির ভারী ধাতব উপাদান পড়ে এক শ্রমিকের পা পিষ্ট হওয়ার পর তাঁর ‘প্রায় অঙ্গহানির’ শঙ্কা তৈরি হয়।

তবে স্পেসএক্স বলছে, ঘটনাটি একবারই ঘটেছে এবং পরে ত্রুটি সারানো হয়েছে। 

পরিদর্শকেরা দেখেছেন, কারখানায় শ্রমিকদের ভারী ভারী ধাতব বস্তু হাতে উত্তোলন করতে হয়। রকেট তৈরির এসব উপাদান ৩৬ থেকে ১৩৬ কেজি পর্যন্ত ওজনের হয়। অথচ শ্রমিকদেরকে পায়ে স্টিলের জুতার পরানোর কোনো ব্যবস্থাই করা হয়নি। নিরাপত্তা সংস্থাটির এক মুখপাত্র বলেন, আঘাতের ঝুঁকির কারণে নিয়মের লঙ্ঘনকে ‘গুরুতর’ বলে বর্ণনা করা হয়েছে। 

ওই কর্মীর পরিচয় প্রতিবেদনে গোপন রাখা হয়েছে। তিনি পরিদর্শকদের বলেন, নিরাপত্তার বিষয়টি আমলেই নেয়নি কোম্পানি। তাছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তাদের যারা রেডমন্ড সাইট পরিদর্শন করেছেন, তাঁদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সামগ্রিক বোধও নেই, যোগ্যতাও নেই। 

এই কর্মীর আহত হওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ফায়ার অ্যালার্ম শুনে ডক থেকে লাফ দেওয়ার পর অজ্ঞাত রেডমন্ড কর্মীর গোড়ালি ভেঙে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগে থেকে এই ঘটনা অনুমানের তেমন সুযোগ নেই বলে এই দুর্ঘটনার জন্য স্পেসএক্সের জরিমানা করা হয়নি। 

গত বছর রয়টার্স জানতে পারে, গত একদশকে নানা নিয়ম–নীতি লঙ্ঘনের জন্য কর্মী নিরাপত্তা সংস্থাগুলো বিলিনিয়র রকেট কোম্পানিকে ৫০ হাজার ৮৩৬ ডলার জরিমানা করেছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) স্পেসএক্সকে একটি বেসরকারি ঠিকাদার হিসেবে কাজের জন্য ১ হাজার ১৮৯ কোটি ডলার বিনিয়োগ করে। নাসাও এই নিরাপত্তার বিষয়টি সম্পর্কে উত্তর দেয়নি। 

সংস্থাটি বলছে, শুধুমাত্র চুক্তির বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে পারবে। এই চুক্তির কার্যকরের জন্য স্পেসএক্সের প্রয়োজন ‘জোরালো এবং কার্যকর সুরক্ষা কর্মসূচি ও সংস্কৃতি থাকতে হবে।’ 

গত মাসে মাথার খুলি ভেঙে যাওয়ার পর কোমায় থাকা শ্রমিকের স্ত্রী কোম্পানির বিরুদ্ধে অবহেলার মামলা দায়ের করেন। নাসা ও স্পেসএক্স এই অভিযোগ নিয়েও কোনো মন্তব্য করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত