Ajker Patrika

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সব তথ্য শেয়ার না করাই ভালো: মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সব তথ্য শেয়ার না করাই ভালো: মোস্তফা জব্বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সব তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য শেয়ার করতে হবে। ব্যক্তিগত সব তথ্য শেয়ার না করাই ভালো।’ 

আজ শুক্রবার ‘এআই কানেক্ট বাংলাদেশ সামিট ২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল অনলাইন ইউনিভার্সিটি (আইইউ) এ সামিট আয়োজন করে। 

মোস্তফা জব্বার বলেন, ‘আমরা কতটুকু প্রযুক্তি ব্যবহার করব, তার সীমানা থাকা দরকার। যেই জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে, সেখানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’ 

মোস্তফা জব্বার আরও বলেন, ‘এআই বর্তমানে তথ্যপ্রযুক্তির সর্বশেষ অবস্থা। প্রযুক্তি প্রতিনিয়ত আসবে, এগুলোকে আমাদের স্বাগত জানাতে হবে এবং আমাদের কল্যাণে ব্যবহার করতে হবে।’ 

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান বলেন, ‘প্রযুক্তির কারণে যত কর্মসংস্থান কমেছে, তার চেয়ে বেশি সৃষ্টি হয়েছে। তবে প্রযুক্তি হতাশার নয় বরং ভয়ের কারণ রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে তা অভিশাপ হতে পারে। তাই তথ্য প্রযুক্তি ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মজিব নোমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) পরিচালন রথিন্দ্রনাথ দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত